Site icon Trickbd.com

ইউসি ব্রাউজার এর বিরক্তিকর ও এডাল্ট নিউজগুলোর জন্য আপনি বিরক্ত? তাহলে এই পোস্ট আপনার জন্য

Unnamed

যারা ইউসি ব্রাউজার বা ইউসি মিনি ব্যবহার করেন তারা প্রাই ই ইউসি ব্রাউজার এর ভেতরে বা ফোনের নোটিফিকেশন এ এইসব বিরক্তিকর ও এডাল্ট নিউজ আসছে। ফলে অনেক সময় বা – বাবা বা ভাই-বোনের সামনে ফোন চালানুর সময় এইগুলা আসার ফলে অনেকে পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। তাই আপনাদের এই সমস্যা সমাধানের জন্য নিয়ে এলাম ইউসি ব্রাউজার এর মত দেখতে কিন্তু ইউসি ব্রাউজার থেকেও ভাল একটি ব্রাউজার।


স্ক্রীনসটে দেখতে ই পাচ্ছেন ব্রাউজার টি হলো CM Browser যা আপনি প্লে ষ্টোরে পেয়ে যাবেন। অথবা এই লিংক থেকেও ডাওনলোড করে নিতে পারেন। প্লে ষ্টোরে এই ব্রাউজারের রেটিং ৪.৬ জা যথেষ্ট ভাল। ব্রাউজার টির ইউআই আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে আর ব্রাউজার টি প্রাই ৮০% ই ইউসি ব্রাউজার এর মত দেখতে কিন্তু এই ব্রাউজার এর সবচেয়ে বড় সুবিধা হলো এই ব্রাউজারে এপনি এমন বিরক্তিকর আর এডাল্ট নিউজ পাবেন না। দেখে নিতে পারেন ব্রাউজার টির কিছু স্ক্রিনসট।

আজকে ই ইউসি ব্রাউজার কে লাথি মেরে আনষ্টল দিয়ে আপনার ফোনে এই ব্রাউজার টি ইউজ করতে পারেন এবং রেহাই পেতে পারেন এইসব বিরক্তিকর ও ভুয়া নিউজ থেকে।

ভাল থাকবেন সবাই সামনে আপনাদের কাছে আরো ভাল কিছু নিয়ে হাজির হবো।