Site icon Trickbd.com

আর নয় ADM. এখন নিয়ে নিন ADM এর চেয়ে ৩০০ গুন দ্রুত ডানউলোড ম্যানেজার IDM+

Unnamed

আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের সকলকেই কিছুনাকিছু ডাউনলোডের প্রয়োজন হয়।
কিন্তু তখন খুব বিরক্তি বা রাগ হয় যখন কোন ফাইল ডাউনলোড করার শেষ মুহূর্তে Failed হয়ে যায় বা ডাউনলোড করতে বেশি সময় লাগে।

আর এসকল সমস্যা সমাধান করতে আজ আমি শেয়ার করব এমন একটি অ্যাপ যার দ্বারা আপনারা সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।
তো প্রথমেই এক নজরে দেখে নিন এর

ফিচারসমূহ:


*দ্রুত যেকোন ফাইল ডাউনলোড করতে পারবেন।

*বিল্ড-ইন ব্রাউসার ব্যাবহার করতে পারবেন।

*কোন ডাউনলোড ফেইলড দেখালে বা লিংক এক্সপায়ারড হলে তা আপডেট করতে পারবেন।

*প্রক্সি সেটিংস এর মাধ্যমে কোন Slow সাইট থেকেও দ্রুত ডাউনলোড করতে পারবেন।

*ডাউনলোড স্পিড ইচ্ছমতো বাড়াতে কমাতে পারবেন।

*Ad Free অ্যাপটিতে কোন এড আপনাকে বিরক্ত করবেনা এবং ব্রাউসারেওও এড-ব্লক সিস্টেম আছে।

*উাউনলোড শুরু হলে আর আটকাবে না।

* যেকোন ফরমেটের যেকোন ফাইল ডাউনলোড করতে পারবেন। আরও অনেক কিছু…..

তো প্রথমে এই লিংকেক্লিক করে Idm+ ডাউনলোড করুন।(ডাইরেক্ট লিংক না দিতে পারায় দুঃখিত)
ইনস্টল করে ওপেন করলে এরকম একটা পেজ পাবেন।
আপনি ফোন স্টোরেজ অথবা এসডি কার্ড সিলেক্ট করুন।তারপর এমন একটি পেজ দেখবেন।
এখন আপনি উপরে বামদিকের দেখানো জায়গায় ক্লিক করুন।আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন।
সেখান থেকে Settings এ যান এবং ওখান থেকে আবার জেনারেল সেটিংস এ যান।মানে Setting~Genreal Settings
সেখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করে
‘Hide Vpn offer’ on করুন।
আপনি ইচ্ছা করলে ওখান থেকে Smart Download চালু করতে পারেন।

এখন আসি লিংক এক্সপায়ারড হলে কিভাবে তা আপডেট করবেন।
মনে করি,আপনার ডাউনলোডকৃত ফাইল কোন কারনে ফেইলড হয়েছে,তো এখন যে সাইট থেকে আপনি আগের ফাইলটি ডাউনলোড করেছিলেন সেখান থেকে আবার ফাইলটি ডাউনলোডের জন্য দেন এবং ডাউনলোড শুরু হবার পর তা পউস(pause)করুন।ফাইলটির ৩ ডট বাটনে ক্লিক করুন।
ক্লিক করলে নিচের মতো আসবে।সেখান থেকে কপি ডাউনলোড লিংকে ক্লিক করুন।
তারপর আগের যে ফাইলটা ফেইল হয়েছিল সেটার তিন ডট অপশনে ক্লিক করুন এবং ‘Redownload with additional options’ সিলেক্ট করুন।

তারপর এমন একটি পেজ ওপেন হবে।
Link বক্স থেকে আগের লিংকটি কেটে নতুন লিংক বসিয়ে Connct ক্লিক করুন দেখবেন ডাউনলোড আগের জায়গা হতে শুরু হবে।
ব্যাস কাজ শেষ।আরও অনেক ফিচার আপনারা অ্যাপটি ব্যাবহারে বুঝতে পারবেন।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।