Site icon Trickbd.com

জিমেইল হ্যাকিং এর ভয় আর নয় – পাসওয়ার্ড জানলেও পারবেনা কেউ লগিন করতে আপনার জিমেইলএ……! জেনে রাখুন কাজে লাগতে পারে। [ Writing – MRS ]

Unnamed

স্বাগতম ট্রিকবিডিতে

আশা নয় বিশ্বাস ভালো আছেন সবাই….!আজ আমি যে বিষয় টি নিয়ে আলোচনা করবো
সেই বিষয় টি শুরুতে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চই।

যারা জানেন তারা এরিয়ে জান। কেউ খারাপ মন্তব্য করবেন না।

সর্বদা একটি পরিবারের মতো পাশে থাকার জন্য সকল কে ধন্যবাদ। আর যারা জানেন না তারা দেখুন……!

আজকের টিউটোরিয়াল কাউকে উদ্দেশ্য করে নয় শুধু জানার ও জানানোর উদ্দেশ্য লেখা।

এবার কাজে ফিরিঃ
প্রথমে প্লে স্টোর থেকে সার্চ করবেন Google Authenticator বা নিচে দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।
এরপর ইনিষ্টল এ ক্লিক করুন। ইনিষ্টল হয়ে গেলে ওপেন করুন

[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
BEGIN এ ক্লিক করুন।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
SKIP করুন

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
ক্রোম ব্রাউজার থেকে MyAccount.google.com এই লিংক এ প্রবেশ করুন।এবং SING-IN & SECURITYRITY টে ক্লিক করুন।

এরপর

[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
স্ক্রুল করে একটু নিচের দিকে যাবেন এরপর 2-STEP VERIFICATION এখানে ক্লিক করুন।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
GET STARTED এ ক্লিক করুন। এরপর আপনি আপনার জিমেইল পাসওয়ার্ড দিন এবং নেক্সট এ ক্লিক করুন।


এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর আপনি আপনার দেয়া ভেরিফাইড মোবাইল নাম্বার থেকে ভেরিফিকেশন কোড কপি করে এখানে পেষ্ট করুন। এরপর নেক্সট এ ক্লিক করুন।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর Authenticator এপ SET UP এ ক্লিক করুন।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
আপনার ফোন এন্ডয়েড হলে এন্ডয়েড আইফোন হলে আইফোন সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
CAN’T SCAN IT এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করুন।

এরপরর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এখান থেকে কোডটুকু কপি করে নিন।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর Authenticator এপ এ আপনি আপনার জিলেই একাউন্ট এর নাম দিন / বা আপনার ইচ্ছেমতো
এরপর কপি করা কোড পেষ্ট করুন এখানে।

এরপর
[ স্ক্রিনশট এ দেখানো হলো ]
এরপর Authenticator এপ থেকে কোড কপি করে ক্রোম ব্রাউজার এ ফিরে জান এবং কপি করা কোড পেষ্ট করে নেক্সট এ ক্লিক করুন।

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিক বিডির সাথেই।

বিঃদ্র…. মানুষ মাত্র ই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন.

কোন কিছু জানার বা জানাবার থাকলে ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন।

সকলেই ভদ্রতা বজায় রাখুন।

কোনো পরামর্শ বা মতামত জানাতে ফেসবুক পেজ