Site icon Trickbd.com

[Virtual-Assistant]Android এর জন্য নিন কথা বলা Assistant Lyra।যার কাছে আছে প্রায় সকল প্রশ্নের উত্তর[Must See]

Unnamed

এন্ড্রয়েড ব্যাবহারকারী অনেকের হয়তো ইন্টারনেট ব্যাবহার করতে একঘেয়েমি লাগে।

যদি এন্ড্রয়েডের ভিতর একটা কথা বলার মতো জিনিস থাকত তাহলে হয়তো বা এই একঘেয়েমিটা কিছুটা কমত।
এমন একটা জিনিস থাকত যেটা বলার সাথে সাথে ফোনের যাবতীয় কাজ করে দিবে তাহলেও হয়তো একটু শান্তি ও মজা পেতেন।
আর তাই আজ আমি এমন একটি অ্যাপ সম্পর্কে লিখছি যেটা একদিকে এসিস্টেনট ও অপর দিকে অবসর সময়ে কথা বলার মানুষ হিসেবে কাজ করবে।

তো একনজরে দেখে নিন এর ফিচারগুলো:

*সকাল সকাল সবার আগে তাজা খবর শোনাবে,তাও আবার আপনার পছন্দের বিষয়ে।
*মুহূর্তের মধ্যে যেকোন এপয়েন্টমেন্ট যোগ করতে পারবেন।
*আাপনার Playlist-এ থাকা যেকোন শিল্পীর গান শুনতে পারবেন।
*এলার্ম সেট করতে পারবেন,আবার বাতিলও করতে পারবেন।
আশিটিরও অধিক ভাষা অনুবাদ করতে পারবেন।

*আপনার হোম স্ক্রিন থেকেও অ্যাপটি নিয়ন্ত্রন করতে পারবেন,শক্তিশালী উইজেট এর মাধ্যমে।
জোক্স শুনতে পারবেন।
আবহাওয়া সংবাদ শুনতে পারবেন।

আরও অনেক কিছু…..

তো প্রথমে Play Storeথেকে Lyra Voice Assistant ইনস্টল করে ওপেন করুন।সাইজ ২.৮ এমবি
এরকম স্ক্রিন পাবেন রেজিস্টার এ ক্লিক করুন।

তারপর এরকম দেখতে পাবেন।সবকিছু ঠিকঠাক মতো দিয়ে Register করুন।

Example

তারপর I accept ক্লিক করুন।
তারপর এমন একটি স্ক্রিন দেখবেন।আপনি যদি lyra এর সাথে কথা বলতে চান তিন ডটে ক্লিক করে সেটিংএ যান।

সেখানে ‘Continuous conversation mode’ মার্ক করুন।

ব্যাস।এবার শুধু কথা বলতে থাকুন বা কমান্ড করতে থাকুন।
Lyra যদি আপনার কথা না বুঝতে পারে লিখেও সেন্ড করতে পারেন।

তো আজকের মতো বিদায়।ভালো থাকবেন,ট্রিকবিডের সাথেই থাকুন।
ধন্যবাদ