আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে একটি নতুন টিপস্ নিয়ে হাজির হলাম।
টাইটেল দেখে মনে হয় বুঝতে পেরেছেন যে কি নিয়ে পোস্ট করবো।
তো চলুন শুরু করা যাক
আজকে আপনাদের দেখাবো কি ভাবে একটি Screen নে অনেক কাজ একসাথে করা যায় ঠিক কম্পিউটারের মতো । যেমন :
1.Internet ব্যবহার করতে পারবেন।
2.ভিডিও প্লেয়ার দিয়ে ভিডিও দেখতে পারবেন।
3.যে কোনো গেমস খেলতে পারবেন।
4.Calculator ব্যবহার করতে পারবেন।
5.Dialer ব্যবহার করতে পারবেন।
7.YouTube ব্যবহার করতে পারবেন।
আরো অনেক কিছু ব্যবহার করতে পারবেন।
বিস্তারিত জানতে বুঝতে নিচের ভিডিও দেখুন।
Screenshot টা দেখলেই বুঝতে পারবেন। তাই নিচে একটি Screenshot দিলাম।
প্রথমে Floating Apps টি Install করুন এখান থেকে ।
Floating Apps Free – multitask
Size : 18.78mb
ডাইনলোড হয়েগেলে Apps টি ওপেন করুন। ওপেন করার পর দেখুন,
Application লেখা আছে ওটাতে ক্লিক করুন। মিনিমাইজ করুন এখুন দেখুন
Screen নে একটা আইকন চলে এসেছে। এখুন যেখানেই যাবেন আইকন টা থাকবেই ওটাতে ক্লিক করলে কি কি ব্যবহার করতে চান সেগুলো পেয়ে যাবেন।
মানুষ মাত্রই ভুল হয়। তাই লেখার ভিতরে কোনো ভুল হলে ক্ষমার দিষ্টিতে দেখবেন।