আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
আজ আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।
আমরা অনেকেই ট্রিকবিডিতে পোষ্ট করি/করতে চাই,
আর আমাদের পোষ্টগুলোকে আকর্ষনীয় করার জন্য আমরা ব্যানার ব্যাবহার করতে চাই,
কিন্তু সবাই তো আর সেটা তৈরি করতে জানি না!
আমি আজ আপনাদের দেখাবোঃ
কিভাবে নানান রঙের ব্যানার তৈরি করে ল,আপনার লিখা পোষ্টকে আরো আকর্ষণীয় করে তুলবেন!
তো চলুন কাজে লেগে পড়ি।
আমি আপনাদের স্টেপ বাই স্টেপ স্ক্রীনশট দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্ঠা করবো,
তারপরো না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ।
প্রথমে play store থেকে
Logopit Plus
নামের এপটি ডাউনলোড করে নিন।
তারপর এপটি open করুন।
তারপর নিচের মতো Create New লিখা দেখতে পাবেন,সেটায় ক্লিক করুন।
তারপর নিচের মতো অনেকগুলো সাইজ দেখতে পাবেন,
এবার আপনার ইচ্ছেমতো যেকোন একটা সাইজ সিলেক্ট করে নিন।
তারপর নিচের দেখানো চিহ্নটিতে ক্লিক করুন।
তারপর স্ক্রীনের একদম নিচের দিকে তাকান,
অনেকগুলো বেকগ্রাউন্ড দেখতে পাবেন।
এবার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নিন।
আমি আমার ইচ্ছেমতো একটা বেকগ্রাউন্ড নিলাম।
এবার A+ লিখায় ক্লিক করুন।।।
এবার Enter Text এ নিজের ইচ্ছেমতো লখুন,
তারপর add এ ক্লিক করুন।
এবার দেখুন আপনার লিখাটি বেকগ্রাউন্ডের উপরে চলে এসেছে।
এবার লিখার কালার চেঞ্জ করতে স্ক্রীনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।
একইভাবে আরো কিছু লিখা এড করে আপনার ব্যানারটি তৈরি করে ফেলুন।
এবার দেখুন ব্যানারটি কিভাবে মেমোরিতে সেভ করবেনঃ
প্রথমে নিচের দেখানো আইকোনে ক্লিক করুন।
তারপর
তারপর
যে mb খরচ করে ব্যানারটি ডাউনলোড করতে হবে নাকি????!!!!
আরে না রে ভাই!
ব্যানারটা সেভ করতে একটা এমবিও লাগবেনা।
বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন!
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা থেংক্স দিবেন আশা করি।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।