Site icon Trickbd.com

TrickBd.Com অথবা অন্যান্য সাইটে যারা পোষ্ট করেন, তাদের কাজের সুবিধার্থে অসাধারণ তিনটি এপ!

Unnamed



আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই?

আশা করি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।

আজ আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

Trickbd.com অথবা অন্যান্য সাইটে যারা পোষ্ট করেন তাদের জন্য আজ তিনটি অসাধারণ এপ নিয়ে আলোচনা করবো।

আমরা যারা পোষ্ট করি তাদের সবথেকে বেশি যে কাজ দুটো করতে হয় তা হচ্ছে-
১/স্ক্রীনশট নেয়া,
২/স্ক্রীনশট এডিট করা।

আর আমার আজকের পোষ্টে থাকছে কিভাবে এই দুইটা কাজ আমরা একটু সহজে করতে পারি।

আমার ২-১টা পোষ্টে অনেকে বলেছিলেন যে- আমি কিভাবে আমার পোষ্টে এরো চিহ্ন দিই?
আমি তাদের বলেছিলাম- এ বিষয় নিয়ে আমি পোষ্ট করবো ইনশাল্লাহ।
তাই আজ আপনাদের মাঝে তিনটি এপ নিয়ে হাজির হয়েছি।

তো চলুন শুরু করি—-
প্রথমে নিচের তিনটি এপ প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে নিন।

1.Smart Screenshot

2.Screen Master

3.PicSay Pro

app তিনটি ডাউনলোড করা হয়ে গেলে,
এবার প্রথমের এপটি(Smart Screenshot) ওপেন করুন।

তারপর চিত্রে দেখানো দুটি অপশন অন করে দিন।

এবার এপ থেকে বেরিয়ে আসুন।
আর আপনার ফোনের স্ক্রীনের যেকোন জায়গায় ডাবল টাচ করুন,
দেখুন ডাবল টাচে আপনার ফোন অটোমেটিক স্ক্রীনশট নিয়ে নিচ্ছে!

এবার দুই নম্বর এপটি (Screen Master) ওপেন করুন।
তারপর চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

তারপর Tearn On Screen Capture এ ক্লিক করে এপ থেকে বেরি আসুন,
এবং আপনার ফোনের যে জায়গা থেকে স্ক্রীনশোট নিতে চান, সেখানে গিয়ে আপনার ফোনটি হাতে নিয়ে একটু জরে ঝাঁকি মারুন।
দেখুন অটোমেটিক  স্ক্রীনশট নিয়ে নিচ্ছে!

এবার আমরা এই এপটি দিয়েই স্ক্রীনশটগুলো এডিট করবো।
তাই প্রথমে চিত্রে দেখানো Markup Photo লিখায় ক্লিক করুন।

এবার যে স্ক্রীনশটটি এডিট করতে চান সেটি সিলেক্ট করুন।
তারপর Draw লিখায় ক্লিক করুন।

এবার নিচের দিকে দেখুন স্ক্রীনশটে এরো, চারকোণা,গোল,সোজা আরো অনেক অপশন পাবেন আপনার স্ক্রীনশটের বিভিন্ন স্থান চিহ্নিত করার জন্য।

আপনি চাইলে আপনার স্ক্রীনশটে টেক্সট,স্টিকার,মোজাইক ও ক্রোপ করতে পারেন নিচের অপশন গুলো ব্যাবহার করে।

এবার যাবো তিন নম্বর এপ এ, স্ক্রীনশট এডিটের জন্য এটা আমার কাছে সবথেকে পছন্দের এপ,
অনেকেই হয়তো এই এপটা সম্পর্কএ জানেন, তারপরো শেয়ার করছি যারা যানেন না তাদের জন্য।

তাহলে তিন নম্বর এপটি(Picsay Pro) ওপেন করুন।
তারপর get a picture এ ক্লিক করে যেকোন একটা ফটো সিলেক্ট করে নিন।

এবার চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

এবার নিচের চিত্রে দেখুন,
আপনার কাংক্ষিত স্ক্রীনশট এডিটের সকল উপকরণ পেয়ে যাবেন আশা করি।
যেমনঃ ব্যালুন,টেক্সটস,শেপ্স,ইমোজি আরো অনেক অনেক কিছু!!!

আপনাদের সুবিধার্থে আমি নিচে এপটির কিছু স্ক্রীনশট দিয়ে দিলাম।

Word Baloon—-

Texts—-

Marks And Pointers—–

Emoticons—–

আশা করি পোষ্টটা সবার উপকারে আসবে ইনশাল্লাহ।

তো আজকে এখান থেকেই শেষ করছি।

পোষ্টটা ভালো লাগলে একটা থেংক্স দিবেন আশা করি।

যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ