Site icon Trickbd.com

এবার আপনার এনড্রয়েড দিয়েই ১৬ ডলার মুল্যের Fl Studio ব্যবহার করে মিউজিক বানান নিজেই (একদম বিনামূল্যে)!!!

আশা করি সবাই ভালো আছেন ।আপনার যদি মিউজিক শুনতে ভালো লাগে এবং মিউজিক বানাতে চান কম্পিউটার নেই বলে বানাতে পারছেন না তাহলে পোষ্ট টি আপনার জন্য ।ভালো ভাবে জানতে ও বুঝতে পোষ্ট টি সম্পূর্ন পড়তে থাকুন।

এবার কাজের কথায় আসি,যে এপসটি নিয়ে বকবক করলাম তার নামঃFl Studio Mobile এবং এর সাইজ ৭০০ এম্বি ,এর দাম প্লে-ষ্টোরে ১৬ ডলার। আর এর দাম টা এমনি এমনি হয়নি ,কাজের জিনিস তাই এতো দাম।
এবার আসি কাজে,প্রথমত যারা এটার কাজ জানেনা তারা কমকরে হলেও একটা হাই কোয়ালিটির পিয়ানো হিসাবে ব্যবহার করতে পারবেন কারন এরমধ্যে আছে অসংখ্য বাদ্যযন্ত্র।তারপর হল যারা ভালো পিয়ানো বাজাতে পারেন তারা এটার মাধ্যমে যেকোন গানের মিউজিক বানাতে পারবেন।সেই মিউজিক এর সাথে নিজের গান রেকর্ড় করতে পারবেন।
অথবা,ধরুন আপনি এর কোনটাই পারেন না তাহলে যেটা করতে পারেন তা হলো একটা কারাওকে বা শুধু গানের মিউজিক কোন জায়গা থেকে ডাওনলোড করে সেই গানের সাথে গান গেয়ে আপনার কন্ঠটা ইচ্ছে মত প্রোফেশনাল গায়কদের মতো করতে পারবেন।কারন এটা একধরনের DAW সফটওয়ার।

তাহলে বুঝতেই পারছেন এতো গুলো জিনিস একদিনের টিউনে শেষ করা যাবেনা তাই আমি এর ওপর ধারাবাহিক টিউন করবো(যদি আপনারা চান)।ধরতে গেলে এটা আমার এই সিরিজের ১ম খন্ড।এই খন্ডে আমি এর ইন্সটল করার পদ্ধতি আলোচনা করবো এবং আপাতত পিয়ানো হিসাবে ব্যবহার করা শিখাবো।
সফটওয়ার টি টিউনের একদম নিচ ডাওনলোড করবেন। এটা zip ফাইল তাই es file explorer দিয়ে এক্সট্রাক্ট করে নিন।তারপর দুইটা ফাইল পাবেন। apk টা ইন্সটল করুন,ওপেন করেবন না।বাকি যেই ফাইলটা থকলো সেটা কপি করুন ।তারপর Android ফোল্ডারে যান তারপর obb ফোল্ডারে যান এবং past করুন।ব্যাস কাজ শেষ এবার সফটওয়ার টি ওপেন করুন আর নিচের স্ক্রিনশট গুলো দেখে কাজ করুন।এই দুই জায়গা ধরে আপনার সুবিধামত বড়-ছোট বা ডানে বামে সরাতে পারবেন। পড়ার জন্য ধন্যবাদ।সফটওয়ার টিএখান থেকে ডাওনলোডকরুন।বিঃদ্রঃ লিংকএ ক্লিক করার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন।

আর বিস্তারিত জানতে এই ভিডিও টি দেখুন

।যারা পিয়ানো বাজানো শিখতে চান তারা আমার একমাত্র পিয়ানোর চ্যানেলBangla Pinao24 এ ঘুরে আসতে পারেন।
যারা Youtube দেখে পিয়ানো শিখেন তাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
প্রয়োজনে ফেইছবুকে আমি
*****বাকি টিউন গুলো পেতে প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন।*****