Site icon Trickbd.com

আপনি ছাড়া আপনার ফোন কেউ ইউজ করতে পারবে না।

Unnamed

♥♥আসসালামু আলাইকুম♥♥

আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

♥প্রথমে ধন্যবাদ জানাই,রানা ভাই,মেডারেটর ভাইদের ও সাগর ভাইকে যারা আমাকে ট্রিকবিডিতে লেখার সুযোগ করে দিলেন।

♥আজকে যে টিক্সটা নিয়ে আলোচনা করব সেটি হলো।আপনার ফোন আপনি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না।আপনার ফোনে একান্ত পার্সোনাল অনেক কিছু থাকে যার কারণে আপনার ফোনটি আপনি আপনার বন্ধুকে দিতে চান না।তবুও বন্ধুরা জোর করে ফোনটা নিয়ে চাপাচাপি করে।তো আজকে এই টিক্সটা ফলো করেন।আপনি আপনার বন্ধুকে ফোন দিলেও সে ইউজ করতে পারবে না।তো কিভাবে চলেন শুরু করা যাক।

♥♥প্রথমে আপনি playstore থেকে Touch Lock-touch Block নামে অ্যাপটি ডাউনলোড দিন।তারপর নিচের screen sort গুলো ফলো করুন।

♥♥ডাউনলোড দিয়ে অ্যাপটি ওপেন করেন।

♥♥তারপর একটা পেজ আসবে সেখানে next মানে ২ বার পেজটা change করে তিন নাম্বার পেজটাতে যান।

♥♥তিন নাম্বার পেজ গিয়ে ENABLE NOW এ ক্লিক করেন।

♥♥তারপর I GOT IT এ ক্লিক করেন।


♥♥তারপর পারমিশন চাইবে ওটা on করে দিন।

♥♥তারপর একাবারে কেটে দিন কেটে দিয়ে।আবার অ্যাপটিতে যান তিন নাম্বার পিজ গিয়ে তিন ফোটা আইকনে ক্লিক করেন।

♥♥তারপর সেটিংস এ যান।

♥♥তারপর দেখুন Delay lock এ যান ওখানে All Apps করে দিন।

♥♥তারপর নিচের তিনটা বাদে সবগুলার টিক তুলে ফেলুন।

♥♥তারপর আবার কেটে দিন তারপর নোটিফিকেশন বারটি নিচের দিকে টানুন তারপর দেখেন সেখানে একটি নোটিফিকেশন চলে আসছে তালা আইকনে ক্লিক করেন।

♥♥তারপর ফোনের এক সাইটে দেখেন একটি আইকন আসবে তার ওপর ১ বার ক্লিক করুন তারাতারি।

♥♥ ব্যাচ কাজ শেষ এখন আপনি স্কিনের ওপর চাপাচাপি করেন।দেখেন ফোন আর কাজ হয় না এরকম অবস্হায় আপনার বন্ধুকে ফোনটা দিলে সে কোনো কাজই করতে পারবে না যদি তিনি না বুঝে।

♥♥ তো আপনি আবার আনলক কিভাবে করে কাজ করবেন।ফোনের সাইটে দেখেন সেই আইকনটি ঘোলা দেখা যাচ্ছে।তার ওপর ২ বার পরপর ক্লিক করেন।দেখেন আনলক হয়ে গেছে।

♥♥আপনার যখন দরকার পড়বে তখনেই active করে নিবেন।

♥♥আজকে এই পর্যন্ত আবার আরো ভালো টিক্স নিয়ে আসার চেষ্টা করব।
কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করেন।প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।

♥♥আল্লাহ হাফেজ♥♥

Exit mobile version