♥♥আসসালামু আলাইকুম♥♥
♥আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
♥♥আজকে একটা দারুন ট্রিক্স নিয়ে আলোচনা করব।যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।ইংরেজি,হিন্দি,ফারাসি,উর্দু,যেকোনো ভাষাকে বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারবেন খুব সহজেই।
♥এই ট্রিক্সটি Student দের জন্য বেশি উপকারে আসবে।কারন মনে করেন আপনি ইংরেজি কম বুঝেন।বা একটা মডেল এর অর্থ বুঝতেছেন না।তখন আপনি এই অ্যাপটিকে কাজে লাগিয়ে ওই ইংরেজি লেখাটা বাংলায় ট্রান্সলেট করে বুঝে পড়তে পারবেন।
তো কিভাবে চলেন শুরু করা যাক।
♥♥প্রথমে আপনি playstore থেকে Google Translate অ্যাপটি ডাউনলোড দিন।তারপর নিচের screen sort গুলো ফলো করেন।আর হ্যা এটা use করতে আপনার সিমে MB থাকতে হবে।
♥♥তারপর অ্যাপটি ওপেন করেন।
p♥♥তারপর আপনি যে ভাষা থেকে যেটা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা বসায় দিন।আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করব।তাই ওপরে ইংরেজি নিচে বাংলা দিয়ে দিলাম।
♥♥তারপর Allow করে দিন।
♥♥তারপর আপনি ক্যামেরা আসবে।আপনি যেটার অর্থ বুঝতেছেন না।সেটার পিক তুলেন তারপর কিছুক্ষণ Wait করেন স্কান নিবে।
♥♥স্কান নেয়ার পর লেখা গুলো অন্য কালার হবে।
♥♥তারপর আপনি যে অংশটুকু বুঝতেছেন সেটা কপি করেন বা তারওপর দাগ দিন নিচের মতো।
♥♥তারপর ওখানে ক্লিক করেন।
♥♥এবার দেখান বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে।এবার পড়েন
♥♥তারপর আপনি পিক না তুলেও ট্রান্সলেট করতে পারবেন।নিচের দেখানো আইকনে ক্লিক করেন তারপর ভিতরে মুখে যা বলবেন তা বাংলায় ট্রান্সলেট হবে।
♥♥তারপর লিখেও ট্রান্সলেট করতে পারবেন।নিচের দেখানো আইকনে ক্লিক করে।ভিতরে প্রবেশ করে কিবোর্ড সিলেক্ট করে।লেখেন।
♥♥আজকে এখান এ শেষ কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন।ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
♥♥♥♥আল্লাহ হাফেজ♥♥♥♥