Site icon Trickbd.com

আপনার মোবাইল কে আরেকটু সুন্দর করার জন্য আজ নিয়ে হাজির হলাম সুন্দর একটি সফটওয়্যার।আশা করি সকলের ভালো লাগবে।[Go Clock Review]

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি ভালো আছেন।
আমিও ভালো আছি।


আজ আপনাদের জন্য যে সফটওয়্যার টি নিয়ে হাজির হয়েছি তার নাম Go Clock.

এখন আপনার ফোন কে একটু বেশিই সুন্দর লাগবে,এটির মাধ্যমে।

চলুন দেখে নিই কি কি থাকছে এই সফটওয়্যার টিতে।

এর মাধ্যমে আপনি যখন খুশি Alarm দিতে পারবেন।

নিজের ইচ্ছা মতো টোন সেট করতে পারবেন।

এতে রয়েছে সুন্দর সুন্দর কতো গুলো থিম,যা আপনার মনে দাগ কাটবে।

এছাড়াও রয়েছে কিছু এক্সট্রা ফাংশন।


আপনার হোম স্কিনে সেট করতে পারবেন এর সুন্দর ডিজাইন করা ঘড়ি।

অনেক তো দেখলেন এবার চলুন ডাউনলোড করে ফেলি।

ডাউনলোড করতে :
এখানে ক্লিক করুন।

আশা করি ভালো লেগেছে।

ধন্যবাদ।