Site icon Trickbd.com

এইবার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন একদম সহজ উপায়ে, অল্প সময়ে। ভালো লাগবেই ইনশাআল্লাহ! (LightX Photo Editor) {Link Updated}

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে।

দুনিয়ার যতো ঝামেলা যু্ক্ত ফটো এডিটর এপ্লিকেশন আপনাদের মুল্যবান সময়কে নষ্ট করছে, তাদের কে বিদায় জানিয়ে এখনি ডাউনলোড করে নিন, LightX এপস্ টি।

যাই হোক প্রথমে নিচ থেকে ডাউনলোড করে নিন তারপর ওপেন করুন, আর স্ক্রিনশট অনুযায়ী কাজ করে যান।

  • Direct Download Link
  • ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ওপেন করুন।
  • এইবার Album থেকে পিকচার নির্বাচন করুন। (যেটার থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন)
  • এইভাব নিচের স্ক্রিনশট এ দেখানো চিহ্নে ক্লিক করুন।
  • এইবার Object লেখায় ক্লিক করুন।
  • এইবার আপনার Object এর উপর দাগ টানুন। (এখানে আপনাকে চালাকি করতে হবে। শুধু রঙ মিলিয়ে দাগ টানুন।) তারপর Next এ ক্লিক করুন।
  • এখন দেখুন আপনার Object লাল রঙ হয়ে গেছে। যদি কোথাও লাল না হয়, তাহলে সেখানেও দাগ টানুন। তারপর Next এ ক্লিক করুন।
  • এখন দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেছে! এবার Next চাপুন।
  • এইবার আপনার স্ক্রিনের নিচে দেখুন BG Image লেখা আছে। ঐখান থেকে আপনার Gallery তে প্রবেশ করুন আর নতুন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন।
  • দেখুন নতুন ব্যাকগ্রাউন্ড ছবি এড হয়ে গেছে। এবার Done করুন।
  • এইবার স্ক্রিনশট এ দেখানো চিহ্নটিতে ক্লিক করে নতুন ছবিটি সেভ করে ফেলুন!

  • (এপ্লিকেশনটির সাইজঃ 16.58 MB)
    এপস্ টি ব্যবহার করেই দেখুন? ভালো লাগবে। মুলকথাঃ অল্প সময়ের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, এই এপস্ টির তুলনা হয়না!!

    যাই হোক, এপ্লিকেশনটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভূলবেন না।
    যেকোনো প্রয়োজনে ফেইসবুকে অথবা কমেন্ট করুন।

    সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)