Site icon Trickbd.com

এখন একটি অ্যাপেই শুনুন পৃথিবীর সকল রেডিও স্টেশন নিয়ে নিন Tune In Radio Pro এর Cracked Version [LATEST]

Unnamed

কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি।
সোজা কাজের কথায় চলে যাচ্ছি।
আজ আপনাদের সাথে এমন একটা অ্যাপ নিয়ে আসলাম যেটা দিয়ে ১ লক্ষ্যের বেশি রেডিও এবং ৪০ হাজারেরও বেশি অডিও বই শুনতে পারবেন।
এই অ্যাপটা যদি আপনি playstore এ কিনতে যান তবে আপনাকে ৮০০ টাকা খরচ করতে হবে।

অবশ্য আমি আপনাদের দিবো ফ্রীতে।

তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিন

Download file 18.34MB

##তো চলুন দেখি কি কি আছে অ্যাপটিতে

  1. এই অ্যাপটি দিয়ে পৃথিবীর সকল রেডিও স্টেশন শোনা যাবে।
  2. browse করে রেডিও শোনার সুবিধা।
  3. অনেক সুন্দর রেকর্ডিং সিস্টেম।
  4. আপনি চাইলে ২জিতেও শুনতে পারবেন কোনো ঝামেলা ছাড়া।
  5. অ্যাপটিতে কোনো এড নেই, রয়েছে সময় দিয়ে রেকর্ড করার সুবিধা। মানে আপনি যে সময় নির্ধারণ করে দিবেন সে সময়টুকুতে আপনার প্রিয় অনুষ্ঠান অটোমেটিক রেকর্ড হয়ে যাবে।
  6. অ্যাপটি online কিন্তু রেকর্ডকৃত অনুষ্ঠান offline এ শুনতে পারবেন।
  7. রয়েছে ১লক্ষ্যেরও বেশি রেডিও চ্যানেল
    ও ৪০ হাজারেরও বেশি অডিও বই।

কিছু screenshot









তো ডাউনলোড করে দেখে নিন বাকি ফিচারগুলো।
আশাকরি ব্যার্থ হবেন না। আর এড়িয়ে গেলে কোনো একদিন মনে পড়বেই এটা আমি গ্যারান্টি দিলাম।

তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকার চেষ্টা করবেন আর সবসময় হাসি-খুশি থাকবেন তাহলে মনটা ভালো থাকবে।

Exit mobile version