অনেকদিন পর ট্রিকবিডিতে লেখার ইচ্ছেটা পুরন হল ?
ট্রিকবিডিতে এটাই আমার প্রথম পোস্ট ?
দোয়া করবেন আপনাদের যেন ভাল কিছু দিতে পারি ☺
পোস্টি এতদিন পেন্ডিং ছিল, আজ নটিফিকেশনে বলা হল আমাকে নিজে পাবলিস্ট করতে, তাই করলাম।
যাই হোক এবার কাজের কথায় আসি ?
বিভন্ন কারনে একটি ফ্লোডারকে আমাদের Zip ফাইল তৈরি করার প্রয়জন হয়।
যেমন, ওয়ার্ডপ্রেস থিম তৈরি বা এডিট করতে, অনেকগুলো ফাইল গুগোল ড্রাইভে আপলোড দিতে বা অনেক গুলো ফাইল কাওকে সেন্ড করতে ইত্যাদি কাজে Zip ফাইলের প্রয়োজন হয়।
তাই আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে একটি Zip ফাইল তৈরি করবেন।
প্রথমে প্লে স্টোরে যান এবং
এবং এ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
SreenShot গুলা ফলো করুন।
যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম বা প্লাগিন তৈরি করতে চান তাহলে থিম বা প্লাগিনের সমস্ত প্রোগ্রাম গুলা একটি ফোল্ডারে রেখে My file বা আপনার ইচ্ছেমত নাম দিন।
এবার ফ্লোডারটি টাচ করে ধরে রাখুন।
এবার Create ZIP এ ক্লিক করুন।
ফাইল তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
দেখুন আপনার ZIP ফাইল এখন তৈরি।
এবার একই নিয়মে আপনার ZIP FILE টি Unzip করতে পারবেন।