♥♥আসসালামু আলাইকুম♥♥
আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
♥আজকে যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব।সেটি হলো আপনার ফোনকে আপনি সর্ট কাটে ব্যবহার করতে পারবেন।খুব ভাল একটি অ্যাপ,আশা করি আপনার ভালো লাগবে।
তো চলেন কাজে আসি।
♥প্রথমে playstore থেকে Floating ToolBox নামে অ্যাপটি ডাউনলোড দিন।তারপর অ্যাপটি ওপেন করেন।
♥তারপর অ্যাপটি ওপেন করলে।নিচের মত পেজ আসবে,নিচের যে অপশন গুলো অন করে দেয়া আছে সেই অপশন গুলা অন করে দিন।
♥তারপর একে বারে নিচে যান।নিচে গিয়ে দেখেন লেখা আছে App Icon Animation এর পাশে none লেখা থাকবে সেটার ওপর ক্লিক করে Rotation করে দিন।
♥তারপর ওপরে SELECT APP ক্লিক করেন।তারপর আপনি যে app গুলো সর্ট কাটে ইউজ করতে চান সেগুলা সিলেক্ট করেন।
♥তারপর কেটে দেন দিয়ে দেখেন।ফোনের সাইটে তিন ফোটার আইকন চলে আসছে।তারওপর ক্লিক করেন তারপর দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন।
♥তারপর আপনি চাইলে ওই তিন ফোটা আইকন টিতে আপনার পিক বসায় দিতে পারবেন।এজন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো।অ্যাপটি সেটিংস করার আগে নিচের কাজটি করতে হবে।
অ্যাপটির নিচে যান তারপর দেখেন লেখা আছে Change Floating Icon সেখানে ক্লিক করেন।
♥তারপর পিক চয়েজ করে সিলেক্ট করেন তারপর সেভ করেন।সেভ করে কেটে দিন তারপর ওন করে দেখেন আপনার পিক দেখাচ্ছে।
♥কাজ শেষ এখন ওটাতে ক্লিক করে দেখেন বুঝতে পারবেন।যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করেন।
♥♥আর হ্যা আমি এই পোস্ট কপি করিনি তাই কপি পোস্ট কপি পোস্ট বলবেন।না যদি এই পোস্ট আগে করা হয়ে থাকে তাহলে ভালো করে বলবেন পোস্ট টা ডিলিট করে দিব।
♥♥আমার পোস্ট কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।♥♥
♥♥♥আল্লাহ হাফেজ♥♥♥