Site icon Trickbd.com

এখন মোবাইল পকেটে রাখলেই লক, বের করলেই আনলক। BDT200 মূল্যের অ্যাপ ফ্রি তে নিন।

Unnamed

আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার এবং সিরিয়াল কি টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।

হ্যা।
টাইটেলে ঠিক ই দেখেছেন।
অ্যাপ টি প্লে স্টোরে ২০০৳।

আপনার মোবাইলের সামনেকার ক্যামেরার পাশে বা সামনের স্পিকারের আশেপাশে কোনো সেন্সর থাকে। তাহলে অ্যাপ টি আপনার জন্য।
পেইড অ্যাপ টি (2.3 MB) ফ্রি তে ডাউনলোড করতে এখানে টাচ্/ক্লিক করুন
যদিওবা পেইড অ্যাপ টিই সবার মোবাইলে ইন্সটল নেওয়ার সম্ভাবনা প্রায় ৯৮%। তারপরেউ যদি পেইড অ্যাপ টি আপনার মোবাইলে ইন্সটল না নেয়।
তাহলে অ্যাপ টি (3.93 MB) ফ্রি তেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে টাচ্/ক্লিক করুন
চলুন, এবার দেখাই কিভাবে অ্যাপ টি কে রান করবেন।
প্রথবে অ্যাপ টি ওপেন করুন।

তারপর নিচের ছবি অনুসরন করুন।



তারপর দেখুন নিচের ছবির মত দেখাবে।

এখন উপর থেকে Swip করে আপনার মোবাইলের নোটিফিকেশন বার টা নামান।
দেখুন এই অ্যাপ এর একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে।
সেই নোটিফিকেশন এ টাচ্ করে ধরেই থাকুন। মানে লং প্রেস করুন।

তারপর নিচের ছবির দেখানো যাগায় টাচ্ করুন।

তারপর Block করে দিন

তারপর দেখুন। নোটিফিকেশন বার Clear.

কিন্তু অ্যাপ টা Background এ রানিং আছে। তার কাজ সে করবে।
এখন মোবাইল টা পকেটে রাখুন। আর পকেট থেকে বের করে দেখুন তো।

আপনি পকেটে রাখার পর মোবাইল লক হয়ে যায় কিনা। আবার পকেট থেকে বের করলেই (pin lock জাতীয় কোনো লক দেয়া না থাকলেই) আনলক হয়ে যাবে।
তো ভালো থাকুন সকলে। আর TrickBD-র সাথেই থাকুন।
…………………………………………………………………………………
…………………………………………………………………………………
সামনে পরিক্ষা, তাই হয়তো কম্মেন্টের তেমন রিপ্লাই করতে পারবো না। তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি

আমার চ্যানেল এখানে