Site icon Trickbd.com

স্ক্রিনশট নেয়ার সাথে সাথেই স্ক্রিনশট এডিট করুন (আমার পছন্দের একটা sshot apps! Apps টি আপনার ভালো লাগবেই)

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

যাইহোক!
ট্রিকবিডিতে পোস্ট করার জন্য স্ক্রিনশট প্রয়োজন এবং স্ক্রিনশটে প্রয়োজন সুন্দরভাবে এডিট (বিভিন্ন স্থান চিহ্নিত করার জন্য) সবাই সেটাই করেন’ কেউ picsart দিয়ে’ কেউবা’ অন্য কোন এপ্স দিয়ে স্ক্রিনশট এডিট করেন

আমি কিন্তু স্ক্রিনশট এডিট করার জন্য আলাদা কোন এপ্স ইউজ করিনা+আলাদা সময়ও নষ্ট করিনা 🙂 স্ক্রিনশট নেয়ার সাথে সাথেই এডিট করি এবং ৫ সেকেন্ডে এডিট শেষ করে পরবর্তী স্ক্রিনশট নিই
কিভাবে জানেন?
screenshot touch নামে একটি এপ্স এর মাধ্যমে!

So, চলুন আজাইরা প্যাচাল বাদ দিয়ে এপ্সটি দেখে নেয়া যাক

নিচের স্ক্রিনশট টি দেখুন এপ্সটির নাম হচ্ছে Screenshot touch এবং আমি sshot নেয়ার সাথে সাথে এডিট করেছি ‘(এডিট করার অপশন স্ক্রিনশট এর উপরে দেখুন)
Apps টি play store থেকে ডাওনলোড করে ওপেন করুন। ওপেন করার পর নিচের মতো করে উপরে তিনটা অপশন দেখতে পাবেন↓
এখন monitoring service start (On) করে দিন. Start করার পর দেখুন আপনার স্ক্রিনে একটা আইকন Show করেছে! আইকনে Click করে স্ক্রিনশট নেয়ার সাথে সাথেই আরেকটি আইকন আপনার মোবাইলের স্ক্রিনে আসবে (নিচের স্ক্রিনশট এর মতো)↓
স্ক্রিনশট নেয়ার পরে ‘আসা আইকনে Click করলে আপনার স্ক্রিনশট নেয়া ইমেজটি ভিউ হবে এবং এডিট অপশন চলে আসবে↓(নিচের স্ক্রিনশট এর মতো)
এবার আপনার নেয়া স্ক্রিনশটি এডিট করুন এবং এডিট শেষে save এ Click করে Save করুন

ও হ্যা’ এপ্সটির কিছু ফিচার দেখে নেয়া যাক

> স্ক্রিনশট নেয়ার সাথে সাথেই এডিট করার অপশন চলে আসে।
> Screen Record করার সিস্টেমও আছে।
> Scroll capture
> ScreenShot Cropper (crop,ratio,rotate)
> Drawing on ur capture image ( pen, text, cricle, Stamp, opacity and So on)
> আরো অনেক ফিচার রয়েছে’ Apps টি নামালেই বুঝতে পারবেন 🙂

So, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন 🙂 bYee

Exit mobile version