♥
আসসালামু আলাইকুম
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
♥♥আজকে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করব,সেটা আপনার ফোনকে চোরের হাত থেকে রক্ষা করবে।আমরা অনেক সময় খুব জরুরি কাজে বাহিরে যাই।আমার কাছে ফোন আছে কি না সেটাও খেয়াল করি না।ফোনটি অনেক সময় আমাদের কাজে ব্যস্ত থাকার কারণে চোর পকেট থেকে ফোনটি চুরি করে তা বলতে পারি না।
♥♥তো এই অ্যাপটি হউজ করেন আপনি যখন বাহিরে জরুরি কাজে যাবেন।অ্যাপটি একটিভ করে যান চোর পকেট থেকে ফোন বাহির করার সাথে সাথে আপনার ফোনটি বেজে ওঠবে।আপনি সাথে সাথে চোর কে ধরতে পারবেন।
♥♥কিভাবে করবেন তো চলেন শুরু করা যাক।
♥♥প্রথমে playstore গিয়ে সার্চ করবেন Pocket Sense নামে তারপর অ্যাপটি ডাউনলোড দিন
♥♥তারপর অ্যাপটি ওপেন করেন।
♥♥তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনার যেটা যেটা জরুরি সেটা সেটা ওন করে দিন বুঝতে পারবেন দেখলেই।
♥♥প্রথম ওপশন টা হলো আপনার ফোন চোর পকেট থেকে বাহির করলে ফোন বেজে ওঠবে।দ্বিতীয় টা হলো চোর চার্জ থেকে ফোন খুললে বেজে ওঠবে।তৃতীয় টা হলো আপনার ফোন রেখে বাহিরে গেছেন।
চোর বা অন্য কেউ ফোনটা হাতে নিলে বা যে জায়গায় রাখছেন তা থেকে অন্য জায়গায় সরালে ফোন বেজে ওঠবে।আর শেষের টা ফোন ফুল চার্জ হলে।
♥♥তো আমার প্রথম আর দ্বিতীয় টা দরকার তাই ওটা ওন করে দিলাম।আপনার যেটা যেটা ওপশন দরকার তা ওন করে দিন।
♥♥কাজ শেষ এবার ট্রাই করে দেখেন।কষ্ট করে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভুল হলে ক্ষমা করে দিবেন।
♥♥♥আল্লাহ হাফেজ♥♥♥