Site icon Trickbd.com

নিয়ে নিন Android এর জন্য কঠিন HD Games এবং মারাত্তক গেমস যা না দেখলে ভেরি লস !Screenshort সহ

আসসালামুয়ালাইকুম , বন্ধুরা কেমন আছেন ?

আসুন সবাই মিলে হাইয়া হুইয়া দিয়ে গেমস খেলতে বসি । যারা আমার টিউন নিয়মিত পরেন তারা নিরাশ হবেন না । সেটা যারা পরেন তারা খুব ভালো ভাবে জানেন । এক নজরে গেমস দেখে আসি নাকি বলেন ??

 

 

 

দেখেই বুঝতে পারতেছেন গেমসটা কতটা আকর্ষণীয় । যেমন গ্রাফিক্স তেমন অস্ত্র । সব মিলিয়ে Action  , থেকে সব মোটামুটি চলে খেলার দিক থেকে । অনেক ভালো গেমস ।

যারা জুমবি শুটিং গেমস পছন্দ করেন তাদের UNKILLED গেমসটি ভালো লাগবে। ডেড ট্রিগার ১ এবং ২ এর কথা মনে আছে? যারা খেলেছেন তাদের হয়তো মনে আছে। আর যদি না খেলে থাকেন তবে এই গেমসটি একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগবে।

 

আর বিশেস করে আমি যেসব গেমস পোস্ট করি কেও বলে < ভাল গেমস , কেও বলে খেলেছি , কেও বলে খেলবো , কেও বলে ফাইল কাজ করবে তোঁ ??> তবে এখনও কেও বলেনি ফাইল ফালতু অথবা গেমসটা সুন্দর নয় বা ফালতু গেমস । এই কথা কেও বলেনি  । কারন আমি সব সময় Trickbd কে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ।

আর আপনারাও সার্থক Trickbd এর মত ভালো একটা সাইট এর সাথে আছেন এই জন্য ।

তাহলে চলুন দেখি কিভাবে এটি ডাউনলোড করবো ??

 

ডাউনলোড Proccess সোজা । Google Drive এ আপলোড দেয়া । আর কি বলতে হয় কিভাবে গেমস ডাউনলোড করবেন ??লল !

 

 

যা যা লাগবে ঃ-

 

1.Android Rar

2.File Explore করার মত কোন App

3.Games এর Obb Files

Part1 (100MB)

Part2 (100MB)

Part3 (100MB)

Part4 (100MB)

Rar Password

কেও চাইলে এখান থেকে Password Copy করে নিতে পারেন । তবে যদি WordPress Word এর অক্ষর চলে আসে তাইলে Download করে নেওয়াই বেটার । উপরে লিংক আছে ডাউনলোড করে নিবেন ।

\=’];]’;][‘]==-=\]\[‘];].’;][\\=\-\[\’];]*/*/*/-/-/-*/*/*/-/-/–*-*/–*-*/-

4. Games Apk File

 

এবার আসুন Install Proccess দেখিঃ-

 

প্রথমে আমার দেওয়া Apk File Install করবেন DOne করে দিবেন ।

 

 

OBB Files এর RAR Download করা হলে Password দিয়ে DOne করেন ।

 

 

 

 

এখন আমার দেখান Location এ লাল কালি দিয়ে দেখিয়েছি । এই লোকেশন এ Obb files Paste করুন ।

 

 

 

এবার Shourtcurd Luncer ওপেন করেন । ব্যাস কাজ শেষ ।

 

 

 

 

এখন শুধু এনজয় করেন । কোন সমস্যা হলে আমাকে অবশ্যই Comment করতে ভুলবেননা । আর এত সহজ ভাবে বুঝালেও না বুঝলে আমার দেওয়া নিচের ভিডিও টি দেখে নিবেন অবশ্যই ।

 

 

 

ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন আল্লহ হাফেজ ।