Site icon Trickbd.com

কিভাবে GO launcher এর মাধ্যমে যেকোনো মোবাইলের [FONT] Change করবেন। [Without Root]

Unnamed

সবাই কেমন আছেন?

আশা করি আল্লাহ তায়ালার রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন।।।

আজকের টপিক

কিভাবে Go launcher এর মাধ্যমে যেকোনো মোবাইলের [FONT] Change করবেন। [Without Root]

এজন্য প্রথমে Play store থেকে Search দিয়ে Go launcher Apps টি নামিয়ে নিবেন

দুঃখিত Link টি দিতে পারলাম না

এবার কাজের কথায় আসি

সর্বপ্রথম Go launcher টি Activated করে নিন

তারপর Screen এর উপর Long press করে Go settings এ যান

এবার একটু নিচে গিয়ে Font নামক Option টিতে ক্লিক করুন।।।

এবার Select Font এ ক্লিক করুন

এবার আপনার ফোনের যত Apps আছে সকল Apps এর Font এখানে আপনি দেখতে পাবেন

আর যদি না আসে তাহলে Scan Font এ ক্লিক করবেন সব Font এসে যাবে

এবার এখান থেকে আপনার পছন্দমত Font টাকে আপনি Select করবেন

দেখুন আমি এইটা Select করলাম

এবার দেখুন আমার Font পরিবর্তন হয়ে গেছে

বিঃদ্রঃ- এতকিছুর পরেও শর্ত একটাই সেটি হলো এতে শুধু আপনার Launcher এরই Font পরিবর্তন হবে সম্পূর্ণ ফোনের না, তবে যাদের ফোনে Default ভাবেই Font Change এর অপশন থাকে না তারা কোন রকমের Root Permission ছাড়াই ফন্ট পরিবর্তন করতে পারছেন এবং এতে অনেক রকম Font এর সুবিধাও রয়েছে

তাছাড়া ও এই Launcher টায় এ অপশন ছাড়াও আরো প্রচুর রকমের Features রয়েছে।।।।

আর একটি কথা…

কোন রকম কোন ভূল হলে প্লীজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ধন্যবাদ

ATLAST আমার YouTube Channel টা Visit করে একটা Subscribe করার জন্য অনুরোধ রইল
ধন্যবাদ

My YouTube Channel

কোন রকম সমস্যা হলে

সম্পূর্ণ ক্রেডিট : HT Ruman

Exit mobile version