Site icon Trickbd.com

যাদের বাংলা লিখতে সমস্যা,তারা খুব সহজেই বাংলা লিখতে পারবেন। [বাংলা সব {(ক- ঁ) (অ-ঔ)} অক্ষর দেয়া আছে]

Unnamed


আজকের টপিক


যাদের বাংলা লিখতে সমস্যা,তারা খুব সহজেই বাংলা লিখতে পারবেন। [বাংলা সব {(ক- ঁ) (অ-ঔ)} অক্ষর দেয়া আছে]

ট্রিকবিডির সাথে আছি এবং থাকবো,ইনশাআল্লাহ!!!

আমি জানিনা এই পোস্ট টি আগে করা হয়েছিল কিনা।তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

চলুন শুরু করি :-


কাজের কথায় আসি। আমাদের অনেকেরেই Android এ বাংলা লিখতে সমস্যা হয়। আবার অনেকে Android এ হয়তো পুরোপুরি বাংলা লিখতে ও জানিনা। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাংলা লিখবেন।এই কি বোর্ড টিতে প্রতিটি বাংলা অক্ষরই দেয়া আছে।যার ফলে খুব সহজেই বাংলা টাইপিং করা যায়।
প্রথমে Play Store থেকে G-Board Apps টি Download করে নিন। এরপর নিচের Screenshot গুলো Follow করে Setting ঠিক করুন।

??

??

??

??

??

প্রমান দেখুন, বাংলা সবগুলো অক্ষর এখানে আছে। এখন আপনি খুব সহজেই বাংলা টাইপিং করতে পারবেন।

??

অনেক তো পোস্ট পরেন। ভালো লাগলে অবশ্যই হাদীসটি পড়ুন

তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে।[বুখারী: ১৩, মুসলিম: ৪৫]

কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর বুঝতে সমস্যা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

ধন্যবাদ সবাইকে