Site icon Trickbd.com

iphone x এর মন মাতানো সব রিংটোন নিয়ে নিন আপনার এন্ড্রোয়েড ফোনের জন্য!সাথে পাচ্ছেন আরো অনেক মজার মজার ম্যাসেজটোন একটি মাত্র এপ এ!

Unnamed

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আমি আপনাদের মাঝে এমন একটি এপ শেয়ার করবো যার মাধ্যে আপনি পাবেন iphone x এর সকল রিংটোন এবং সাথে আরো পাবেন মজার মজার ম্যাসেজটোন! তাছাড়া আপনার যে রিংটোন টি পছন্দ হবে সেটি আপনি সাথে সাথেই সেখান থেকে ডিফল্ট রিংটোন হিসেবে সেভ করে নিতে পারবেন!

এই এপটির মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর রিংটোন পাবেন,
এবং আশা করি সব রিংটোনই আপনার অনেক ভালো লাগবে।


প্রথমে প্লে ষ্টোর থেকে Iphone X Ringtones নামের এপটি ইনস্টল করে নিন।
এপটির সাইজ মাত্র ১৪ মেগাবাইট।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এপটি ইনস্টল করার পর এপটিতে প্রবেশ করুন।
তাহলে আপনি নিচের চিত্রের মতো অনেকগুলো রিংটোন দেখতে পাবেন।

এখানে আপনি ৫৯ টি রিংটোন এবং ৩৪ টি ম্যাসেজটোন পাবেন।

নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখন চিত্রে দেখানো জায়গায় ক্লিক করলে আপনি রিংটোন শুনতে পাবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখন ধরুন রিংটোন টি শুনার পর আপনার ভালো লেগেছে, তাই এখন আপনি সেটা আপনার সেটের রিংটোন হিসেবে সেট করতে চান।
তাহলে আপনাকে নিচের চিত্রে দেখানো আইকোনে ক্লিক করতে হবে।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আপনার সামনে নিচের মত একটি পেজ হাজির হবে,

আপনি Default Ringtone লিখায় ক্লিক করবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আপনি আপনার ফাইল ম্যানেজার এ চলে যান এবং দেখুন Ringtone নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে।
সেই ফোল্ডারটায় প্রবেশ করে দেখুন-
একটু আগে যে রিংটোন টা আপনি সেট করেছিলেন সেটা এসে এখানে জমা হয়েছে!
এখন আপনি ইচ্ছে করলেই এখান থেকেও রিংটোন টি প্লে করে শুনতে পারেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

ঠিক একই সিস্টেমে আপনি রিংটোন সহ ম্যাসেজটোন,নোটিফিকেশন সাউন্ড, এলারম ক্লক সেট করতে পারবেন!

তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।

যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ