Site icon Trickbd.com

নিয়ে নিন রিদ্মিক কিবোর্ডের সম্পূর্ন নতুন version ব্যবহার করুন নতুন নতুন ইমোজি।রুট ব্যবহারকারীরা ইমোজি পরিবর্তন করে Nogat,Oreo version এর ইমোজি ব্যবহার করতে পারবেন(রুট/আনরুট সবাই দেখুন)

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আসেন।পোস্টে বেশি কিছু বলার নাই,রিদ্মিক কিবোর্ড (Ridmik keyboard) আমাদের মাঝে ব্যবহার করে না এমন মানুষ খুব কমই আছেন। রিদ্মিক কিবোর্ডের নতুন version রিলিজ হয়েছে।Play store-এ এখনো আসে নাই।নতুন version-এ অনেক নতুন নতুন ইমোজি এড করা হয়েছে
ডাউনলোড করুন নিচ থেকে-

এই পর্যন্ত ছিলো আনরুট ইউজারদের জন্য পোস্ট।এবার আসি রুট ইউজারদের জন্য।রুট ইউজাররা একটু বেশিই পায় ?।যারা রুট ইউজার আছেন তারা রিদ্মিক কিবোর্ডের ইমোজিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন ব্যবহার করতে পারবেন Android Nogat,Oreo version এর ইমোজি। এর জন্য আপনাকে প্রথমে উপরের দেওয়া রিদ্মিক কিবোর্ডটা ইন্সটল করতে হবে (না করলেও হবে বর্তমানে পুরানোটা ইন্সটল করা থাকলে সেটাতেও পরিবর্তন হবে)এর পর নিচের zip ফাইলটি sdcard এ রেখে আপনার নির্দিষ্ট cwm/twrp/philz recovery তে গিয়ে ফ্ল্যাশ করুন –

 

স্কিনসটে দেখুন পরিবর্তন-

[রুট ইউজারদের জন্য বিঃদ্র-
১.zip ফাইলটি kikat ও তার উপরের android version এর জন্য

২.কাজটি সাবধানে করবেন যেহেতু এডভান্স লেভেলের কাজ অবশ্যই টিকবিডি বা আমি আপনার ফোনে কোনো প্রকার সমস্যা জন্য দায়ী থাকবে না]

এন্ড্রোয়েড মোবাইল সংক্রান্ত টেকনিক্যাল বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন

ইউটিউব চ্যানেল

Exit mobile version