Site icon Trickbd.com

ইন্সটল করুন “বিজয় ইতিহাস” অ্যাপ আর ২ টাকা থেকে ৫০০ টাকার নোট স্ক্যান করে দেখুন আমাদের গৌরবের ইতিহাস!

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে! আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালোই আছি। এবারে কাজের কথায় আসি?

ইন্সটল করুন “বিজয় ইতিহাস” অ্যাপ আর ২ টাকা থেকে ৫০০ টাকার নোট স্ক্যান করে দেখুন আমাদের গৌরবের ইতিহাস!

শুধুমাত্র স্মৃতিসৌধ সম্বলিত, ২০১২ সালের পর ইস্যুকৃত নোটের ক্ষেত্রে প্রযোজ্য |



Download Link (50.58 MB)

এই অ্যাপ এ বাংলাদেশী নোট স্ক্যান করে দেখে নিন স্মৃতিসৌধের ৭ টি ইতিহাস

বাংলাদেশ এর গৌরবময় বিজয়গাঁথা লুকিয়ে আছে টাকার মাঝে| বিজয় ইতিহাস অ্যাপ দিয়ে ২ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত নোট স্ক্যান করে দেখে নিন ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত গৌরবময় ৭ টি ইতিহাস|

অ্যাপ ব্যবহারের পদ্ধতি:
★ ১ম ধাপ – মোবাইলে “বিজয় ইতিহাস” অ্যাপ-টি ওপেন করুন।
★ ২য় ধাপ – মেন্যু থেকে সিলেক্ট করুন আপনি কোন সালের ইতিহাসটি দেখতে চান।

★ ৩য় ধাপ – স্ক্যান এর জন্য অ্যাপ-টি আপনার মোবাইল-এর ক্যামেরা অন করবে।
★ ৪র্থ ধাপ – নির্দেশনা অনুযায়ী উল্লেখিত টাকার নোটটি স্ক্যান করুন আর দেখুন আমাদের গৌরবের ইতিহাস।

৭টি গৌরবের ইতিহাস দেখা হলে আপনার নাম সাবমিট করুন এবং শেয়ার করুন আপনার ডিজিটাল সার্টিফিকেট

★ আসুন এর স্ক্রিনশট দেখে নেইঃ







বাংলাদেশের টাকার নোট গুলি স্ক্যান করে দেখুন গৌরবের ইতিহাস

★ ২ টাকা – ১৯৫২ ‘এর ভাষা আন্দোলন
★ ৫ টাকা – ১৯৫৪ এর যুক্ত ফ্রন্ট নির্বাচন
★ ১০ টাকা – ১৯৫৮ এর সামরিক শাসন জারি
★ ২০ টাকা – ১৯৬২ এর শিক্ষা আন্দোলন
★ ৫০ টাকা – ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন

★ ১০০ টাকা – ১৯৬৯ এর গণ অভুত্থান
★ ৫০০ টাকা – ১৯৭১ এর মুক্তিযুদ্ধ

ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আসতে পারেন?

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)