Site icon Trickbd.com

৫ মিনিটে যে কোন এপ্স এর যেকোন স্থানের কালার চেঞ্জ করুন

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি.

আজকে যে বিষয়টি আপনাদের দেখাবো’সেটা হচ্ছে কিভাবে যেকোন এপ্স এর যেকোন জায়গার কালার চেঞ্জ করবেন!
কাজটি আমি আপনাদের শেয়ারইট এর মাধ্যমে দেখাবো + শেয়ারইট এর যেকোন স্থানে কিভাবে আপনি আপনার নিজের ছবি দিবেন’ সেটা নিয়েও পোস্ট করবো পার্ট বাই পার্ট 🙂

যাইহোক! অনর্থক কথা না বাড়িয়ে চলুন কাজে যাওয়া যাক!

তার আগে Mod করা Shareit এর কিছু স্ক্রিনশট দেখে নেয়া যাক



[দুইটা স্ক্রিনশট দেখালাম! আরো অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে’ যেগুলো আমরা চেঞ্জ করবো / আপনাদের দেখাবো]
Ok! তো চলুন কাজে লেগে পরি 🙂
At first Apk Editor Pro এপ্সটি ডাওনলোড করেনিন! এবং ডাওনলোড হয়ে গেলে এপ্সটি ওপেন করুন↓এবং Select apk From apps এ Click করুন

তারপর SHAREit Apps এ Click করুন
তারপর Full Edit এ Click করুন!
কিছুক্ষণ লোডিং হবে! তারপর নতুন একটা পেজ ওপেন হবে সেখানে নিচে দেখুন Files নামে একটা ফোল্ডার আছে’ সেখানে ক্লিক করুন!
Then অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। সেখান থেকে Values নামে যে ফোল্ডার সেই ফোল্ডারটি ওপেন করুন
ফোল্ডারটি ওপেন করার দেখুন Color.xml নামে একটা লেখা দেখা যাচ্ছে’ সেই লেখাতে ক্লিক করুন।
এবার লক্ষ্য করুন অনেকগুলো’ কালার দেখা যাচ্ছে (এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারের উপর ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন) অথবা উপরের ওপেন ইন এডিটরে ক্লিক করে কালার কোড চেঞ্জ করে ‘শেয়ারিট এর যেকোন কালার চেঞ্জ করতে পারেন↓
ব্যস এবার প্রজেক্ট সেভ করে দিন!
নেক্স পোস্টে দেখাবো কিভাবে Shareit এর ব্যাকগ্রাউন্ড এর ছবি চেঞ্জ সহ অন্যান্য যেকোন জায়গায় আপনার পছন্দের ছবি দিবেন ততোক্ষণ ভালো থাকুন! Byee
Exit mobile version