Site icon Trickbd.com

এতদিন তো সবাই রিদ্মিক কীবোর্ডের বেকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, এবার আসুন রিদ্মিক কীবোর্ডের ফন্ট কালার চেঞ্জ করি!

Unnamed

আসসালামু আলাইকুম

আসাকরি সবাই ভাল আছেন। এতোদিন আপনারা
Ridmic Keyboard এর background চেন্জ করা সিকেছেন আজ সিকাব কিভাবে ridmic keyboard এর ফন্ট কালার চেন্জ করবেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি।আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা Ridmic keyboard এর ভিতরের font কালার নিজের ইচ্ছা মতো চেন্জ করবেন।এ কাজ টি করতে হলে দরকার হবে apk editor এবং ridmic keyboard। যাদের আছে তাদের তো আছেই। যাদের নেই তারা সফটওয়্যার ২টা play store থেকে download করে নিবেন।

এখন apk editor open korun
তাপর select apk from app এ ক্লিক করে ridmic keyboard সিলেক্ট করুন।

তারপর Full edit এ ক্লিক করুন।
তার পর Files এ ক্লিক করুন।
তারপর res এ ক্লিক করুন
তারপর নিচে দিকে এগিয়ে দেখেন values নামে একটা ফোল্ডার আছে ওখানে ক্লিক করুন।
এবার অনেক গুলো xml দেখতে পাবেন সেখান থেকে
Colors.xml এ ক্লিক করুন
তার পর অনেক গুলো কালার দেখতে পারবেনএবার সবগুলোর উপর ক্লিক করে নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন।
এভাবে R, G,B,Aএই চারটিতে ক্লিক করে কালার পাল্টাতে হবে।
ব্যাস কাজ শেষ।এবার Build অপসনে ক্লিক করে SAVE করে নিন
SAVE হয়ে গেলে install দিন এবার ওপেন করে দেখুন Font কালার চেন্জ হয়ে গেছে। আমারটা দেখুন ফন্ট চেন্জ হয়ে গেছে ।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
কোনো জায়গাতে বুঝতে না পারলে coment box আথবা Facebook এ জানাবেন যথা সম্ভব সাহায্য করতে চেষ্টা করবফেইসবুকে আমি