আসসালামু আলাইকুম
সবাই নিশ্চয়ই ভাল আছেন।
আজ আমি আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি। আসাকরি সবাই মনোযোগ দিয়ে টিপস টি পড়বেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনারা talking battery pro এর সাহায্যে আপনার মোবাইল চার্জে
লাগালে আপনার নাম বলবে। যেমন আমার নাম সাজিদ তো আমার মোবাইল চার্জে দিলে বলতে সাজিদ ভাই আপনার মোবাইলে চার্জের লাইন পাইছে। আবার চার্জের লাইন খোলা হলে বলবে সাজিদ ভাই আপনি চার্জার লাইন খুল্লেন।৮০% হলে বলবে সাজিদ ভাই আপনার মোবাইলে চার্জের পরিমান ৮০%। এমন ভাবে ৫০% ৩০% এবং ১৫% হলে আবার একই ভাবে বলবে ।
এ কাজটি করতে হলে প্রয়োজন talking battery pro
এবং apk editor।
Apk editor play store এ পাবেন।
আর নিচের থেকে talking battery pro download করে নিন।
Click Here
প্রথমে apk editor ওপেন করুন
তারপর select apk form app এ ক্লিক করুন।
তারপর talking battery pro সিলেক্ট করুন।
এবার simple edit এ ক্লিক করুন ।
তারপর ডান দিকে তাকিয়ে দেখুন AUDIOS নামে একটি ফোল্ডার আছে ওখানে ক্লিক করুন।ক্লিক করলে অনেকগুলো .MP3 ফাইল দেখতে পারবেন ।
আজ এ পর্যন্তই।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ।
কোন জায়গাতে বুঝতে সমস্যা হলে coment box কিংবা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন যথা সম্ভব সাহায্য করার চেষ্টা করবফেইসবুকে আমি Sazid