আমার মত অনেকেই আছেন যারা white board animation ভিডিও তৈরি করতে চান কিন্তু কম্পিউটার না থাকার কারনে এইসব মাথায় নেন না। আজকের পোস্টে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে কম্পিউটার ছাড়াই মোবাইলের মাধ্যমে videoscribe দিয়ে white board animation ভিডিও তৈরি করতে হয়।
যা যা লাগবে
১.VideoScribe.apk-ডাউনলোড করুন
২.AZ screen Recorder.apk-ডাউনলোড করুন
(অন্য screen recorder দিয়েও হবে)
৩.AndroVid.apk-ডাউনলোড করুন
৪.Kinemaster.apk-ডাউনলোড করুন
কাজের টিউটোরিয়াল
প্রথমে VideoScribe.apk টা ওপেন করেন (নেট কানেকশন অন রেখে প্রথম একটু সময় নিতে পারে) স্কিনসট দেখুন-
Gallery আইকনে ক্লিক করে ছবি আনতে পারবেন।ভিতরে অনেক ছবি দেওয়া আছে। T আইকনে ক্লিক করে আপনার Text এড করতে পারবেন-
আপনে চাইলে আপনার gallery থেকেও ছবি আনতে পারবেন ক্যামেরার মত আইকনে ক্লিক করে স্কিনসট দেখুন।বাকি সব কাজ আপনে app টা ওপেন করলেই বুঝতে পারবেন।এভাবে আপনার animation ভিডিওটা তৈরি করবেন।
এখন আসি তৈরি প্রোজেক্টটা save করার পালায়।VideoScribe app থেকে সরাসরি তৈরি প্রোজেক্ট save করা যায় না। তাই তৈরিকৃত প্রোজেক্টটা Az screen record দিয়ে save করে নিন এবং AndroVid app দিয়ে অপ্রয়োজনীয় অংশ কেটে নিন।স্কিনসট দেখুন-
এবার আসি আপনার তৈরি ভিডিওটায় কিভাবে voice দিবেন।VideoScribe app দিয়ে voice দেওয়া গেলেও একুরেটলি voice বসানো যায় না তাই Kinemaster appটা দিয়ে আপনার ভিডিওতে যেখানে যেখানে voice দেওয়া লাগবে সেখানে voice দিয়ে আপনার ভিডিওটা save kore নিন।
পোস্টটা বুঝতে সমস্যা হলে ভিডিও দেখতে পারেন