Site icon Trickbd.com

টেক্সট রিপিটার এপস্ দিয়ে একই লেখাকে হাজার হাজার কপি করুন মাত্র এক ক্লিকেই…!!

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে! আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালোই আছি। এবারে কাজের কথায় আসি?

আজকের বিষয়ঃ টেক্সট রিপিটার এপস্ দিয়ে একই লেখাকে হাজার হাজার কপি করুন মাত্র এক ক্লিকেই…!!


Play Store Link

এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি একাধিক বার একই টেক্সট লিখতে পারেন। এই অ্যাপটি অল্প সাইজের হওয়ায়, যেকোনো এন্ড্রয়েড এ ব্যবহার করতে পারবেন। রয়েছে লেখার মধ্যে নতুন লাইন যুক্ত করার সুবিধাও। এছাড়াও রয়েছে, Random ইমোজি অক্ষরগুলি ব্যবহার করে লেখার সুবিধা।

চলুন তাহলে কিছু সুবিধা সমূহ দেখে নেইঃ

* শুধুমাত্র এক ক্লিকে হাজার হাজার টেক্সট এর পুনরাবৃত্তি করতে পারবেন।

* এছাড়াও পুনরাবৃত্তি করার সময় নতুন লাইন ব্যবহার করার সুবিধাও রয়েছে।

* সাধারণ বর্ণমালা অক্ষর বা ASCII অক্ষর সহ Random অক্ষর জেনারেট করতে পারবেন।

* এছাড়াও রয়েছে আউটপুট টেক্সট গুলো সংশোধন করার সুবিধা।

* রিপিটেড টেক্সট কপি করে, সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।

* ব্লাঙ্ক মেসেজ লিখার সুবিধাও রয়েছে।

* এই এপস্ টির ইন্টারফেস খুব সুন্দর এবং সহজ করে করা হয়েছে।

* আপনি প্রতিটি টেক্সট পুনরাবৃত্তি করার সময় নতুন লাইন করে নিতে পারবেন।

* আপনি কাঙ্ক্ষিত সংখ্যা দিয়ে টেক্সট টি নির্দিষ্ট পরিমাণ পুনরাবৃত্তি করে নিতে পারবেন।

* সম্পূর্ণ পুনরাবৃত্তি টেক্সট গুলো আপনি এক ক্লিকে কপি এবং পেস্ট করতে পারবেন।

এবার চলুন কিছু স্ক্রিনশট দেখে নেইঃ







আশাকরি বুঝতে পেরেছেন? আর না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আরো ভালো করে বুঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ!

ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আসতে পারেন?

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)