আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন,
আশা করি ভালো আছেন।
আজকে একটা বেস্ট ভ্যাট ক্যালকুলেটর অ্যাপ নিয়ে আসলাম আপনাদের সামনে।
প্লেস্টোরে অনেক ভ্যাট ক্যালকুলেটর অ্যাপই আছে, যেগুলোতে কাস্টম ভ্যাট যোগ করে হিসাব করা যায়না।
কিন্তু এই অ্যাপটাতে নিজের ইচ্ছেমত কাস্টম ভ্যাট হিসেব করতে পারবেন।
ফলে খুব সহজেই যেকোন কিছুর ভ্যাট হিসেব করতে পারবেন।
যেমন, বিকাশের টাকা উথড্র করতে,
মোবাইলে এমবি, মিনিট কিনতে ইত্যাদি।
এইগুলোতে যদি আমরা আগে থেকেই নিজে ভ্যাট হিসেব করতে পারি, তাহলে আরও সহজ হবে।
ধরুন বিকাশে কাউকে ৬৭৫০ টাকা পাঠাবেন, আপনি চাচ্ছেন খরচ আপনিই বহন করতে, এক্ষেত্রে যদি বিকাশের ভ্যাটের হিসাবটা যথাযথ জানেন, তাহলে অতিরিক্ত টাকা পাঠানো থেকে বাঁচবেন।
আর ম্যানুয়ালি ভ্যাট হিসাব করতে গেলে অনেক সময়সাপেক্ষ।
?
মনে করুন, আপনি মোবাইলে ৩০ পয়সার অফারে কথা বলেন,
আপনি চাচ্ছেন এটার ভ্যাটসহ কত পয়সা কাটে তা জানতে, এখন
আপনি যদি এই অ্যাপটা ব্যবহার করেন, তাহলে খুব সহজেই এসব ভ্যাট হিসেব করতে পারবেন।
?
তবে সিম কোম্পানির ভ্যাট হিসাব করতে গেলে একটু ভেজাল হবে, কারণ এটা দুইবার করতে হবে।
একবার ১৬% দিয়ে, পরে এই ১৬% এ যত পাওয়া যায় তারউপর ৫% ভ্যাট হিসেব করতে হবে।
যতটুকু জানি।
আর কাস্টম ভ্যাট যোগ করতে চাইলে প্লাস চিহ্নতে ক্লিক করে যোগ করুন।
?
তাহলে ডাউনলোড করে নিন এই অ্যাপসটা।
কোথাও ভুল হলে জানাবেন।
আর যদি পোস্টটা ভালো না লাগে সেটাও জানাবেন তবে তার সাথে ভালো না লাগার কারনটাও লিখবেন এবং
যদি পারেন পরামর্শও দিতে পারেন।
সবাই ভালো থাকুন।