Site icon Trickbd.com

[Hot post] দেখেনেন আমাদের সবার প্রিয় “অপেরা মিনি” কিভাবে আমাদের ফোনের বেটারির আয়ু কমিয়ে দিচ্ছে। এবং এর বিকল্পে কী অ্যাপ ব্যবহার করা যায় [বিস্তারিত পোস্টে]

Unnamed

সকল ট্রিকবিডির ভিওয়ারস,কন্টিবিটর এবং অথরদেরকে ??শুভ বিকাল?? বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করছি আজকের পোস্ট। আমাদের মোবাইলে দেখাযায় অনেক সময় অনেক তারাতারি চার্জ পুরিয়ে যায় এর জন্য দায়ী কিছু অ্যাপ। শুধু যে অ্যাপগুলো চার্জ পুরায় তাইনা ব্যাটারির ও আয়ু কমিয়ে দেয়। আর এই অ্যাপ দেখাযায় সিটিংস এর ব্যাটারি অপশনে গেলে যেখানে কোন অ্যাপ কত পার্সেন্ট চার্জ করছ করে তার হিসেব পাওয়া যায়। আর সেই হিসেব দেখেই আমি অভাক একটি অ্যাপই ৫৩% চার্জ করছ করে আর সেই অ্যাপটি হল “অপেরা মিনি” স্ক্রিনশটে দেখুন


যা আমরা প্রায় সবাই ব্যবহার করি। যখন দেখলাম এত চার্জ এই “অপেরা মিনি” করছ করে তখনই সিদ্ধান্ত নেই এর বিকল্পে অন্য কোনো অ্যাপ কোনো অ্যাপ ব্যবহার করব তারপর “অপেরা মিনি বেটা” ডাওনলোড করে দেখি মাত্র ২% চার্জ করছ করে

এবং হুবহু অপেরা মিনির মতই ব্রাউজিং করা যায় বলতে একদম সেইম “অপেনা মিনির” মত
তাছাড়া থাকছে স্টাইলিশ ফন্ট

তাহলে আপনেও এই অ্যাপ ড্ওনলোড করে করে অসাধারণ পারপরমেন্স উপভোগ করোন। দুঃখিত লিংক দিতে পারলাম না। তবে Opera mini beta লিখে প্লেস্টোরে সার্চ দিলে খুব সহজেই পেয়েযাবেন কাঙ্ক্ষিত অ্যাপ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।