আস্সালামুআলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
প্রথমে TuneMoji লিখে প্লে-স্টোর হতে ডাওলোড করে ওপেন করুন।
apps টি ওপেন করার পর অনেক ভিডিও দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো gif ভিডিও ওপেন করে দেখুন।
এই এপ্স এ যে কোন gif ভিডিও দেখতে পারবেন কোন ঝামেলা ছাড়াই, এই খানে যতগুলো gif ভিডিও আছে তার মধ্য যে কোন একটি ওপেন করুন।
তার পর দেখবেন এই নিচের ফটোর মতো আসবে
ছবিতে ক্লিক করলে উপরের ছবির মত এসে অটো gif ভিডিও চালু হয়ে যাবে।
যে কোন gif ভিডিও হোয়ার্টস এপ্স এ দিতে উপরের হোয়ার্টএপ্স লোগোতে ক্লিক করুন, দেখবেন শেয়ার হয়ে গেছে।
আর এই এপ্স এ ফেসবুকে শেয়ার অপশন পরবর্তী আপডেটে আসবে, এইটা দেখার জন্য গুগোল প্লে-ষ্টোরে যখন ডাওনলোড করার সময় দেখে নিবেন।
এই টিউটোরিয়ালটি ছোটো হয়ে গেলো কারন এই এপ্স এর কাজ কম তাই বড় করে দিতে পারলাম না।
আপনারা যারা ইস্কেনসর্ট দেখেও বুঝতে পারলেন না তাদের জন্য ভিডিওটি দেওয়া হলো দেখে নিন।