আস্সালামুআলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
বেশি কথা না বলে কাজ এ যাই চলুন,
তো বরাবরের মতো এপ্সটি ডাওনলোড করুন প্লে-ষ্টোর হতে, তার পর ওপেন করুন।
Install হওয়ার পরে ওপেন করুন
তার পর অনেক গুলো ফিচার পাবেন এর মধ্য থেকে আমরা শিখবো কিভাবে কার্টুন বানানো যায়।
তো চলুন আমরা Camera ক্লিক করি।
ক্যামেরায় ক্লিক করার পর এই রকম অনেক কিছু দেখাবে দেখুন
আপনি নিচের ফটোতে অনেক কিছু দেখতে পারছেন এই খানে থেকে আপনি আপনার ইচ্ছা মত একটা করে সিলেক্ট করুন আর দেখবেন যে এক এক করে পরিবর্তন হচ্ছে।
আর পরিবর্তন করার পর আপনার ছবি যে ভাবে তুলবে তা হলো নিচে সাদা একটা গোল বাটন দেখতে পারছেন ওইটাই ক্লিক করলে ছবি তোলা হয়ে যাবে। আর যদি ব্যাক ক্যামেরা দিয়ে তুলতে চান তাহলে আপনি ফটোর শুরুতে মাঝেরটায় ক্লিক করুন।
পরিবর্তন হওয়ার পর কিছু কার্টুন এর ফটো হয়ে গেছে তার ফটো দেখুন
এখন এই ফটো তোলা হইয়েছে তার ফটোগুলো দেখুন
এই ফটো ইডিটর দ্বারা অনেক কিছু করা যায় আপনার আরো যানতে আমাদের আগের টিউটোরিয়াল এ চোখ রাখুন অথবা ভিডিওতে চোখ রাখুন আগের টিউটোরিয়াল এ সব ভালো ভাবে বুঝানো আছে ২টার ইডিট প্রাই সেম তাই এতটুকুই দেখানো হলো, আশা করি আপনাদের ভাল লেগেছে।
আর আপনারা যারা বুঝতে পারেননি তাদের জন্য ভিডিওটি দেওয়া আশা করি বুঝতে পাবেন।