♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
♥♥আজকে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলে।সবাই জানেন আর মাত্র কয়েকদিন বাকি নতুন বছরের ২০১৮।আর এই নতুন বছরে সবার আগেই বন্ধুদেরকে wish করুন।
সুন্দর সুন্দর ভিডিও দিয়ে। একটি অ্যাপ ডাউনলোড করে সেখানে রয়েছে অনেক ভালো ভালো ভিডিও।তো অ্যাপটি ডাউনলোড দিয়ে বন্ধুদেরকে wish করুন।তো কি অ্যাপ কিভাবে করব।তো চলেন কাজে নেমে পড়ি।
♥♥নিচের screen sort ফলো করুন।
প্রথমে নিচে দেখানো অ্যাপটি ডাউনলোড করুন।তারপর ওপেন করুন।
♥♥তারপর একটা পেজ আসবে।আপনি সেখানে ৩ ডট মেনু বা।ক্যাটাগরিতে ক্লিক করুন।তারপর ভাষা সিলেক্ট করুন,কোন দেশের ভাষায় ভিডিও গুলো লাগবে আপনার
তারপর সিলেক্ট করুন ইমোজির মত দেয়া আছে কি ধরনের ভিডিও দরকার আপনার।লাভ,ফানি,মন খারাপ
♥♥তারপর দেখুন কয়েকটি ভিডিও ওপেন হইছে।আপনার যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করুন।
♥♥তারপর দেখুন যে ভিডিও টা ওপেন করলেন সেটার নিচে অনেকগুলো ভিডিও চলে আসছে সুন্দর সুন্দর।
এখন আপনি ২ ভাবে বন্ধুদের শেয়ার বা wish করতে পারবেন।ভিডিও গুলো দিয়ে। ১ দেখেন একদম নিচে অনেক গুলো ওপশন চলে আসছে। facebook,messenger,whatsup,সেখানে ক্লিক করে শেয়ার করুন।
২.ডাউনলোড করে শেয়ার করতে পারবেন।ডাউনলোড চিন্হ দেয়াই আছে।সেখানে ক্লিক করে ডাউনলোড করে বন্ধুদের শেয়ার করুন।
♥♥অ্যাপটি ওপেন করলেই আপনারা বুঝতে পারবেন।তবু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
সবাই ভালো থাকুন সুস্হ থাকুন এই কামনায় শেষ করছি।
♥♥♥আল্লাহ হাফেজ।♥♥♥