Site icon Trickbd.com

[Hot post]অসাধারণ একটি অ্যাপের মাধ্যমে New Year এর কার্ড তৈরি করে বন্ধুদেরকে Wish করে অবাক করে দিন।

Unnamed

♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?আজকে আপনাদের সামনে একটি দারুন অ্যাপ নিয়ে হাজির হলাম।আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং আপনার বন্ধুদের কেও অবাক করে দিতে পারবেন দারুন একটি অ্যাপ।

new year এর কার্ড তৈরি করে বন্ধুদের wish করুন অন্যরকম ভাবে।যা আপনার বন্ধু অবাক হয়ে যাবে।

?আর মাত্র একদিন বাকি নিউ ইয়ার এর তাই আর দেরি না করে এখনেই ডাউনলোড দিয়ে কার্ড তৈরি করে বন্ধুদের wish করুন।

অনেক কথা বলে ফেললাম এবার কাজে আসি।নিচেরscreen sortফলো করুন।

?প্রথমে playstore গিয়েFestivals Greeting Cards Maker নামে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি ওপেন করুন।অ্যাপটি ওপেন করলে নিচের মত পেজ আসবে সেখানে।সেখানে let’s beginএ ক্লিক করুন।

?তারপর নিচের মমত পেজ আসবে এখনআপনাকে ডিজাইন সিলেক্টকরতে হবে।মানে আপনি যে ডিজাইন দিয়ে কার্ড টা তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন।আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি।

?তারপর নিচের মত পেজ আসবে।সেখানে আপনাকে Festival typeসিলেক্ট করতে হবে।মানে আপনি যে বিষয় টা নিয়ে কার্ড তৈরি করবেন সেটা সিলেক্ট করুন।এখন যেহেতু আমরা নিউ ইয়ারের কার্ড তৈরি করব তাই।New Year

এ ক্লিক করেন।

?তারপর নিচের মত পেজ আসবে।এখন প্রথম বক্সে আপনাকে Title বসাতে হবে।আর দ্বিতীয় বক্সে যে ম্যাসেজ টা দিয়ে Wish করতে চাচ্ছেন সেটা লিখে ফেলুন।আমি আপনাদের কে বুঝার জন্য একটা বসায় দিলাম।বসায় দিয়ে Next

এ ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে।এখন from এর নাম বসায় দিন।তারপর To মানে যাকে পাঠাবেন তার নাম বসায় দিন।তারপরNextএ ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে।সেখানে আপনার কার্ডের লেখা চলে আসবে সেগুলো ভালো করে বসায় দিন।

?এখন আপনার কার্ড প্রায় তৈরি এখন আপনার কার্ডকে আর সুন্দর করতে কার্ডের নিচে দেখুন কিছু option দেখা যাচ্ছে।

(১)প্রথম টা হলো আপনার লেখা গুলো কে ছোট করার জন্য।

(২)তারপরের টা হলো আপনার লেখা গুলো কে বিভিন্ন রং করার জন্য।

(৩)তারপরের টা হলো আপনার লেখা গুলোর ফ্রন্ট পাল্টানোর জন্য।

(৪)তারপরের টা হলো স্টিকার বসায় দিতে পারবেন কার্ডে।

(৫)টা দিয়ে ডিজাইন মানে ফ্রোম টাতে আপনার পিকচার দিতে পারবেন।

(৬) টা দিয়ে লেখা গুলো বড় করতে পারবেন।

?এখন ভালো করে লিখে তারপর Done এ ক্লিক করেন।তার save করেন।ওখান থেকেও শেয়ার করতে পারবেন।সেভ করে বন্ধুদেরকে উইস করুন নতুন বছরের।

?বি:দ্রঃআমার বানানো দুইটা কার্ড নিচে দিলাম দেখন।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্হ থাকুন।আর না বুঝলে কমেন্ট করুন

♥♥♥আল্লাহ হাফেজ