Site icon Trickbd.com

অনেক মিউজিক প্লেয়ার তো ব্যবহার করলেন। এবার apollo music player ব্যবহার করে দেখুন। আমার দেখা সবচেয়ে কম RAM ব্যবহার করা প্লেয়ার।(রিপোস্ট)

Unnamed

আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ট্রিকবিডিতে অনেক ভাই অনেক মিউজিক প্লেয়ার নিয়ে পোস্ট করেছেন, কিন্তু এই প্লেয়ারটা নিয়ে হয়ত পোস্ট করেননি। যদি করে থাকেন আমাকে জানাবেন। মিউজিক প্লেয়ার আমরা সবাই ব্যবহার করি। অনেক প্লেয়ার আছে বেশি Ram খরচ করে ফলে ফোনের চার্জ দ্রুতই শেষ হয়ে যায়। আজ যে প্লেয়ারটা শেয়ার করব এটা আমার j5 সেটে মাত্র ১৬ এমবি Ram খরচ করে। ফলে চার্জ খুব ধীরে শেষ হয়। বেশি কথা বাড়াবো না কয়েকটি স্ক্রিনশট দিয়েই শেষ করে দিব। একটা মিউজিক প্লেয়ারে কি কি ফিচার থাকে আপনাটা সবাই জানেন তাই ঐ দিকে কথা না বাড়াই।






ইচ্ছা হলে ডাউনলোড করতে পারেন। প্লে- স্টোরে ফ্রী ভার্সন পাবেন। তবে আমি আপনাদের মোডেড ভার্সন দিব যেটা xda ফোরাম থেকে কালেক্ট করা।

==>>♥♥♥Direct Download Link♥♥♥<<==

সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি নিজ গুণে মাফ করে দেবেন।সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

Exit mobile version