আল্লাহু আকবার
আস্ সালামু অ্যালাইকুম। ট্রিকবিডির সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। শুরুতে অ্যাপ সম্পর্কে দু’টো কথা-★কেনো অ্যাপটি ব্যবহার করবেনঃ আপনার ফোনের যে কোনো অ্যাপকে লক করতে যেমন Messenger, Facebook, call, gallery, File manager etc.
★এই অ্যাপটি-ই কেনো ব্যবহার করবেনঃ খুব কম Ram ব্যবহার করে। আমার ফোনে মাত্র ৪ Mb। ফলে ব্যাটারিতে তেমন প্রভাব ফেলে না।
★আকর্ষণঃ এমন একটা ফিচার আছে যেটা দেখলে মনে হবে অ্যাপটা ক্রাশ করেছে। ফলে ভিকটিম বুঝতে পারবে না যে অ্যাপটা লক করা।
অনেক কথা বলা হল। এবার অ্যাপটা ডাউনলোড করার পালা।
এখানে ক্লিক করুন
ইনস্টল করে ওপেন করুন এবং স্ক্রিনশট অনুসরণ করুন
আপনি চাইলে পাসওয়ার্ডের ধরণ পরিবর্তন করতে পারেন। স্ক্রিনশট দেখুন
এবার ব্যাকে আসুন। স্ক্রিনশট দেখুন
এবার নিচের স্ক্রিনশট অনুসরণ করুন
এবার ডানদিকের app lock অপশনে আসুন। নিচের স্ক্রিনশট দেখুন
বাকি fake লেখাগুলোতে একইভাবে কাজ করুন। হয়ে গেলে অ্যাপ থেকে বের হয়ে আসুন। এবার যে অ্যাপগুলো লক করেছেন তার একটিতে ঢুকুন।তারপর নিচের স্ক্রিনশট অনুসরণ করুন
চিন্তার কিছু নাই। আপনার অ্যাপ ক্রাশ করেনি। এটাই সেই আকর্ষণ যেটা দেখে মনে হবে অ্যাপ ক্রাশ করেছে। কেউ বুঝতে পারবে না যে অ্যাপটি লক করা। অ্যাপে ঢুকতে হলে ok তে টাচ করে ধরে থাকুন। দেখবেন পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিন।
বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান। সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন।