Site icon Trickbd.com

এবার এন্ড্রয়েড ফোনের মধ্যে থাকা বিজ্ঞাপনকে Good Bye বলে দিন

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমার চতুর্থ টিউন।তো আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।

আমার আগের টিউনসঃ

যেই ৫ টি পেইড এপ্স যা আপনার এন্ড্রয়েড ফোনে থাকা বাঞ্চনীয় [পর্ব -১]

যেই ৫ টি পেইড এপ্স যা আপনার এন্ড্রয়েড ফোনে থাকা বাঞ্চনীয় [পর্ব -২]

 

বর্তমানে স্মার্ট ফোন বলতে সাধারনত এন্ড্রয়েড ফোনকেই বুঝানো হয়। এটি সবার কাছে অতি সহজ একটি অপারেটিং সিস্টেম। এই ওএস দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই। তবে এন্ড্রয়েড ফোনের একটি বিরক্তকর সমস্যা হলো বিজ্ঞাপন। অনেক এপ্স কিংবা গেইমস এর মধ্যেই বিজ্ঞাপন থাকে,যা চরম বিরক্তিকর। তাই এই বিরক্ত থেকে মুক্তি দেয়ার জন্য নিয়ে এলাম একটি পেইড এপ। এপটির নাম হলো AdGuard Premium. এই এপটি আপনাকে সকল বিজ্ঞাপন থেকে মুক্তি দিবে।

এই এপের মাধ্যমে যা যা করতে পারবেনঃ

1. Removes ads and online tracking code directly from the page.
2. Checks a page against our database of phishing and malicious sites.
3. Checks apps downloaded from unknown sources.

তো আর দেরী কিসের? এখুনি নিচ থেকে এই পেইড এপটি নামিয়ে সকল বিজ্ঞাপনকে Bye Bye বলে দিন।

এপের নামঃ AdGuard Premium

এপের সাইজঃ ৮ এম্বি

টাইপঃ পেইড

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন [গুগল ড্রাইভ লিঙ্ক]

এরকম আরো জটিল সব পেইড এপ্স এবং গেইমস পেতে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃ

টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।