Site icon Trickbd.com

এখন থেকে আর হাত দিয়ে লিখতে হবেনা। মুখ দিয়ে যা বলবেন তাই Text এ পরিনত হবে। (Must See)

Unnamed

আসসালামু আলাইকুম

…..ট্রিকবিডির

সকল বন্ধুরা সবাই মনে হয় ভালোই আছেন? আমিওও ভাল আছি…..

আপনাদের যা একটা জিনিস দেখাবো সেটা আপনারদের প্রতিনিয়ত কাজে লাগবে। কস্ট করে আর হাত দিয়ে লিখতে হবে না।
মুখ দিয়েই লিখতে পারবেন খুব সহজ ভাবে।


আমরা যারা ট্রিকবিডি/ফেসবুক বা আরো অন্যন্য যায়গায় পোস্ট করি, আমাদের সব লেখা হাত দিয়ে লিখতে হয় এটা বিরক্তিকর ব্যাপার না হলেও অনেক সময় নস্ট নয়।

একবারো কি ভেবে দেখছেন? যে ২০ লাইন লেখা লিখতে সর্বনিম্ন সময় ৭/১০ মিনিট লাগতে পারে…এখন থেকে ২০ লাইন লেখা লিখতে ৩ মিনিটও লাগবে না।

এজন্য আমি নিয়ে হাজির হলাম দারুন একটি অ্যাপ নিয়ে যা মুখ দিয়ে বললেই অটোম্যাটিক টেক্সট আকারে পরিবর্তন হয়ে যাবে।

নিচে থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। ভয় পাবেন না অ্যাপের সাইজ শুধু 2MB
< Download Voice Text App >

…..নিচে থেকে সকল স্ক্রিনশর্ট দেখে নিন এবং ব্যবহার সমহ্…..

আগেই বলে রাখি ডাটা কানেকশন লাগবে

অ্যাপটি ইন্সটাল দিয়ে অপেন করুন।

এরকম একটি পেজ আসবে ৩ বার Allow দিন।

Voice রিকর্ড করতে নিচের চিন্হ দেখানো যায়গাতে ক্লিক করুন

যখন রিকর্ড শুরু হবে তখন নিচে দেখানো Microphon চিন্হটি এমন হবে

বাংলায় Text বানাতে চাইলে অবশ্যই ভাষা পরিবর্তন করে নিতে হবে। ভাষা পরিবর্তন করবেন যেভাবে Speech Language

এখানে Bengali (Bangladesh) ভাষা সিলেক্ট করুন।

এখন নিচের মতো করুন

আমার দেখনো যে জায়গাগুলোতে ( ) চিন্হ দেওয়া নাই সেগুলেতে সেইভাবেই টিক তুলে দিন।

আপনর এই লেখা (text) গুলো মেমোরিতে Automatic সেভ হয়ে যাবে। মেমোরিতে ফাইলগুলো পাবেন যেভাবে দেখুন ফোল্ডার লেখা আছে Voice Text Note প্রবেশ করিন।

এইযে আপনার কাংখিত Text ফাইল


সবাইকে ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন।

. নতুন অয়েবাসাইট অর্ডার করুন
Order a New Website