আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন,
আশা করি ভালো আছেন,আমিও
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকের পোষ্টের বিষয়ঃ
আপনার ফোনের জন্য নিয়ে নিন Note pad এপ্স।
আমরা প্রতি দিন অনেক প্রকার কাজ করে থাকি তার জন্য আমাদের অনেক লেখা কোথাও লিখে রাখতে হয়। আর তার জন্য এই এপ্স টি আমাদের অনেক সাহায্য করবে । আপনারা হয়তো এর আগেও এ ধরনের এপ্স ব্যবহার করেছেন কিন্তু এই এপ্সটি আপনাদের অন্য গুলোর চেয়ে ভালো লাগবে। মাএ ১ এমবির এপ্সে আপনারা অনেক রকমের ফিচার পাবেন। এটা একবার ব্যবহার করলে আপনি দ্বিতীয় বার অন্য কোনো এপ্স ব্যবহার করতে চাইবেন না। এটাতে লেখাতে কোনো লিমিট নাই তাই ব্যবহার করাটা হবে আরও আনন্দের।
এপ্সটিতে আপনারা প্রতিটি নোট খুব সহজে seve করতে পারবেন। লেখার সময় হোমে চাপ দিলে অথবা বেক বাটনে ক্লিক করলেই auto seve হয়ে যাবে।আপনি চাইলে ট্রিকবিডিতে করার জন্য পোষ্ট এটাতে লিখে রাখতে পারবেন তাহলে আপনার পোষ্ট আর কখনো ১,২ ঘন্টা ago দেখাবে না। পোষ্টটি just now হয়ে থাকবে।
আপনি চাইলে প্রতিটি নোট নানান রংয়ের
কালার দিয়েও তৈরি করতে পারবেন।
এজন্য আপনাকে যা করতে হবে
.
.
.
.
.
আপনি যেভাবে সার্চ করে আপনার নোট খুজে বের করবেন।
দেখেন নিচের মতো করে সো করবে।
[][][]App Details[][][]
Name :ColorNote Notepad Notes
Size :1.3 mb
version :3.11.9
Developed : Notes
ডাউনলোড লিংক নিচে দেওয়া হলেঃ
আমার কাছে এই এপ্সটি অনেক ভালো লেগেছে। এটা অনেক উপকারে আসে। আপনারাও ব্যবহার করুন ভালো লাগবে।
আজকের মতো এটুকুই । পোষ্টটি কেমন লেগেছে কমেন্টে সেটা জানান । কোনো সমস্যা হলে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে আমি ।
পরবর্তী পোষ্ট পেতে আমার এবং ট্রিকবিডির সাথে থাকুন।
[][][] ধন্যবাদ [][][]