Site icon Trickbd.com

এবার HTML,Javasript,C++,Python… শিখুন খেলার ছলে,প্রেক্টিস করুন এবং রান করান একটি মাত্র Apps এর সাহায্যে । বিশেষভাবে উপকৃত হবেন HSC শিক্ষার্থী যারা।

Unnamed

আসসালামু আলাইকুম।

ট্রিকবিডিতে আমার প্রথম পোস্ট তাই সকল ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কাজের কথায় আসি,Trickbd তে প্রায় অনেকেরই প্রোগ্রামিং ভাষায় যথেষ্ট আগ্রহ,তাই আজ আমি শেয়ার করলাম, হয়ত অনেকের কাজে আসবে।

প্রথমে বলে নিই Apps টির আসুবিধা,


১. অনলাইন Apps.
২.বাংলা সুবিধা নেই।

এবার সুবিধা সমূহ বলা যাক,


১.প্রায় সকল প্রোগ্রামিং ভাষা (HTML,C++,JAVASCRIPT,PYTHON..ইত্যাদি) বিষয়ে স্টাডি করতে পাড়বেন।
২.HTML,Javascript,C programming এগুলো প্রেক্টিস করতে এবং রান করাতে পারবেন।
৩.Apps টিতে সক্রিয় ইউজার অনেক, যাদের সাথে আপনি আপনি চ্যালেঞ্জ খেলতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে (Html,java…)আপনাকে ৫ টি MCQ ও বিপক্ষকে একই প্রশ্ন করা হবে। আপনি জিততে পারলে আপনাকে বোনাস পয়েন্ট দেওয়া হবে এভাবে আপনার লেভেল আপ করতে পারবেন। আরো অনেক সুবিধা আছে।

প্লে স্টোর থেকে Sololearn নামক app টি ডাউনলোড করে নিন। এখানে – ক্লিক

এবার লগইন করুন আপনার fb অথবা Gmail দ্বারা-

লগইন করার পর নিচের মত দেখতে পাবেন। চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

এবার নিচের মত Change এ ক্লিক করুন।

আপনার যা শিখতে চান তা সিলেক্ট করুন।

কাউকে চ্যলেঞ্জ জানাতে,

এবার আপনার প্রোফাইল+ আপনার লেভেল+ প্রেক্টিসের জন্য


প্রমাণ দেখুন-

Output-


আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, ১ম পোস্ট তাই অনেক ভুলত্রুটি রয়ে গেছে । ধন্যবাদ পোস্টটি পরার জন্য। ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।