Site icon Trickbd.com

এখন ডায়্যাল প্যাড দিয়ে App/Photo/Video/Notification হাইড এবং Call Lock করুন।। এবং আপনার বন্ধুদের কে চমকে দিন!!

Unnamed

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।।

আবার অনেকে হয়তো টাইটেল দেখে আমার উপর রেগে যেতে পারেন।।
কারন, ডায়্যাল প্যাড দিয়ে App/Photo/Video/Notification হাইড এবং Call Lock করা যায় নাকি?
উত্তর হলো যায় এই এপ দিয়ে।।
প্রথমে এপ টি ডাউনলোড করে নিন মাত্র 4.3 MB.
Privacy Knight.apk
এপ টি ডাউনলোড করার পর ওপেন করুন,
তারপর Screenshot অনুযায়ী কাজ করুন।।
ওপেন করুন,

এক টা নতুপ প্যাটার্ন দিন, এবং কনফির্ম করুন।।

এইবার আমাদের কে এই এপ টির ফন্ট চেঞ্জ করে ডায়্যাল প্যাড
এর মতো বানাতে হবে।।
এবং এর জন্য কনো আলাদা এপ লাগবে না।

Secret Door এ ক্লিক করুন।

তারপর, Change Pin এ ক্লিক করুন।

এখন আপনার ইচ্ছা মতো একটা নতুন কোড দিন,
এবং Save এ ক্লিক করুন।

আবার অই কোডটি দিন, এবং Save এ ক্লিক করুন।

এইবার Start এ ক্লিক করুন।

Got It এ ক্লিক করুন।

এইবার এপ থেকে বেরিয়ে আসুন।
এবং দেখুন Privacy Knight এর লোগো থেকে এপ টি Dailer এ পরিণত হয়ে গেছে।।

এখন, এইখানে যদি আপনার বন্ধুরা কনো নাম্বার তুলে ড্যায়াল করে তাহলে কল চলে যাবে।।
আর আপনি যদি এপ টিতে প্রবেশ করতে চান, তাহলে প্রথমে এইটাকে ড্যায়াল প্যাড বানাতে যেই কোড টা দিছিলে সেইটা তুলে ডায়াল করেন, তাহলে আপনি এপ টিতে প্রবেশ করতে পারবেন।।
যেমন, আমি দিছিলাম 1122,
এখন আমি যদি এইটা তুলে ডায়াল করি তাহলে আমি এপ টাতে প্রবেশ করতে পারবো।
দেখুন,

এখন এই এপ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন,
যেমন, App Lock/Photo Hide/Video Hide/ Notification Hide করতে পারবেন,
আবার Incoming Call Lock ও করে রাখতে পারবেন।।

এছাড়া আপনি এক ক্লিকে আপনি জেই Browser থেকে যেই পেইজে গেছেন তা এক ক্লিকে Clear/Delete করে দিতে পারবেন।।


এছাড়া এপ টি দ্বারা Face Lock, Pattern Lock করতে পারবেন।।

বি দ্র: বলে রাখা ভালো, এখন আমার নিজস্ব কোন এন্ড্রোয়েড ফোন নাই।
তাই এই Screenshot গুলো আমার বন্ধুর ফোন থেকে নেয়া, এবং আমিই ইডিট করছি।
তাই কেউ বলবেন না যে আমি অন্য লোকের পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে নিচ্ছি।।

পোস্টি করতে অনেক সময় লেগেছে, তাই আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।।

সবসময় ট্রিকবিডিকে নতুন কিছু দেয়ার চেষ্টা করবো।।