আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালোই আছেন… আমি ও ভাল আছি।
আজকে আমি রাকিব নতুন একটি অ্যাপ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আর সেটি হলো আপনাদের মধ্যে যাদের Android ফোনে Screenshot নিতে পারেন না/যাদের ফোনের ভলিউম এবং পাওয়ার বাটন নষ্ট হওয়ায় স্ক্রিনশট নিতে পারেন না তাদের জন্য সুপার একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিবো আর সেটি হলো Silent Screenshot
★
অথবা এটি আপনারা প্লে স্টোরে Silent Screenshot লিখে সার্চ করলে পেয়ে যাবেন এবং অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করে নিচের স্ক্রীনশট গুলো ফলো করুন।
নিচের স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন…..
1★
আপনার মোবাইল ফোনের Sensor (সেন্সর) এর মাধ্যমে স্ক্রিনশট নিতে চাইলে নিচের দেখানো চিহ্নিত জায়গায় ক্লিক করুন।
বিঃদ্রঃ মোবাইলের Sensor/সেন্সর এর মাধ্যমে স্ক্রিনশট নিতে হলে আপনার মোবাইলের সেন্সরের উপরে হাত দিন তাহলে অটোমেটিক স্ক্রিনশট উঠবে।
আবার আপনার ফোনের নোটিফিকেশন বারে অর্থাৎ 6 নাম্বার স্ক্রিনশটের দেখানো Camera icon এর উপরে ক্লিক করলেও অটোমেটিক স্ক্রিনশট উঠবে।
সবাইকে ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।