আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন,
আশা করি ভালো আছেন,আমিও
আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকের পোষ্টের বিষয়ঃ
আপনার মোবাইলের সকল প্রকার system & setting সম্পর্কে জানুন একটি মাত্র এপ্স ব্যবহার করে।
.
.
এই এপ্সটির পর আপনাদের এ বিষয়ে আর কোনো এপ্স এর দরকার হবে না কারন এর ভিরত সব ধরনের কাজের ফিচার আপনারা পেয়ে যাবেন। এটাতে আপনারা ফোনের যে কোনো বিষয়ে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন।
এবার দেখে নিন যা যা থাকছে এই এপ্সটিতেঃ
1. Main Screen : এটাতে ক্লিক করলে আপনাকে একদন আসল পেইজে নিয়ে যাবে যার মধ্যে আপনি সব কিছু দেখতে পাবেন। কিন্তু সেটা একটু জামেলা হবে তাই নিচের ধাপ গুলো ব্যবহার করতে হবে।
2. Quick Controls : এর মাধ্যমে আপনি সকল প্রকার information খুব সহজে এবং কম সময়ে করতে পারবেন। যেমনঃ battery এর ব্যপারে, অাপনার device সম্পর্কে , volume কমানো বাড়ানো ইত্যাদি ইত্যাদি।
3. tools : এটার মাধ্যমে আপনারা ফোনের file manager সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । আরও আপনার ফোনের memory তে থাকা সকল file, app & video ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন খুব সহজে।
4. Device Manager : এর মাধ্যমে আপনার ডিভাইসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। যেমনঃ কখন থেকে ফোনটি চানানো হচ্ছে, আপনার ফোনের ইন্টারনেট কতক্ষন ধরে চালু আছে , ফোনের cpu এর তাপমাত্রা সম্পর্কে জানা ইত্যাদি।
5. Apps Manager : এখানে ফোনে install থাকা এপ্স গুলোর নাম, ভারসন ও এপ্স টা কত এমবি এবং এপ্সটি install দিওয়ার ফলে কত এমবি বারতী খরচ হয়েছে সেটা সহ দেখাবে। আরও যা আছে তা আপনি ব্যবহার করলে বুজতে পারবেন।
6. Battery Manager : এ বিষয়ে হয়তো আপনাদের বেশি কিছু বলার দরকার নেই কারন এটার নাম দেখেই বুজে যাওয়ার কথা এটা কীসের কাজে ব্যবহার করা হবে। এর ভিরতে বেটারির তাপমাত্রা, কত % চার্জ আছে এসব দেখতে পারবেন।
7. Network Manager : আপনার ফোনের ইন্টারনেটের স্পিড সম্পর্কে ভালো ধারনা পেতে এই setting টা কাজে দিবে।
8. CPU Manager : আমাদের ফোনের ভিরত সাধারনত চারটি cpu থেকে থাকে এর প্রতিটি cpu কত কতক্ষন যাবত রানিং আছে আর সেটার স্পিড কেমন সেটা জানতে পারবেন।
9. System Manager : ফোনের system এপ্স গুলো কত % চার্জ খাচ্ছে ফোনের কত পরিমান জায়গা খরচ হচ্ছে সেটাও জানতে পারবেন।
10. Auto-Kill : এর মাধ্যমে ফোনে জার্ম গুলোকে খুব ভালো ভাবে পরিষ্কার করতে পারবেন। এতে করে ফোনে ভালো থাকবে।
এই হলো এই এপ্সটি ১০ টি গুন । এগুলো আপনার নানা উপকারে কাজে লাগবে বলে আমার মনে হয় । আপনার জ্ঞানকে বৃদ্ধির জন্য এটা অনেক কাজে লাগবে।
নিচে প্রতিটি ধাপের একটি করে screenshot দিয়ে দেওয়া হলো তা দেখে আপনি আরও ভালো ধারনা পাবেন।
♦♦App Details♦♦
name : 3C Toolbox Pro
size : 11.5 Mb
version : 1.8.4
ডাউনলোড করতে নিচের download লেখাতে ক্লিক করুন।
…
এপ্সটির সাহায্য আপনি ফোনের নানান বিষয় বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করবেন। আর অন্যর পিছনে দৌড়াতে হবে না। আরও ভালো ব্যপার হলো এটি pro ভারসন যার ফলে কোনো ads আসবে না।
কষ্ট করে পুড়ো পোষ্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।