Site icon Trickbd.com

আপনার ফোন চুরি করলে google এর map দিয়ে চোর ধরুন

আস্‌সালামু আলাইকুম,

তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।

বেশি কথা না বলে কাজ এ যাই চলুন,

তো বরাবরের মতো অ্যাপসটি ডাওনলোড করুন প্লে-স্টোর হতে, তারপর ওপেন করুন।

Open করার পর আপনি লগইন করবেন আপনার জিমেইল দিয়ে, যে হেতু গুগল এর অ্যাপস, তাই ভয় করার কিছু নাই লগইন করে নিন।

লগইন  করার সময় এই রকম দেখাবে।

এখন অটো দেখাবে আপনার ফোন কোন লোকেশন এ রয়েছে এবং আপনার ফোন কম্পানির নাম ও চার্য সাথে মোবাইল এ ইন্টারনেট চালানোর জন্য কি ব্যবহার করছেন।

আপনি চায়লে ফোন লক করে রাখতে পারবেন আপনার ইচ্ছা মত লক ইস্কেন দিয়ে

এখন আসুন কাজের কথায় আপনি কেনো এই অ্যাপস ব্যবহার করবেন?

কারন আপনি এই অ্যাপস ব্যবহার করলে আপনার ফোন যদি কেউ নিয়ে যায় তাহলে তার লোকেশনটি আপনি দেখতে পারবেন। আপনার মেইল অন্য কারো ফোনে লগইন করলে এই অ্যাপস এর মাধ্যমে সব বের হয়ে যাবে আপনার ফোন কোথায় রয়েছে।

আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তার পরও যদি বুৃঝতে না পারেন ভিডিও এর ব্যবস্তা রয়েছে দেখে নিতে পারেন

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।