Site icon Trickbd.com

অসাধারণ একটি অ্যাপ আপনার ফোনে কল আসা দেখলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে আপনার ফোনের দিকে।

Unnamed

♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?আজকে আপনাদের সামনে দারুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম।অ্যাপটি দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।শুধু আপনি না আপনার বন্ধু বান্ধব ভাই বোন সবাই অবাক হয়ে যাবে এই অ্যাপটির কাজ দেখলে।অ্যাপটির কাজ হলো আপনার ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে ভিডিও দেখাবে এবং আরও অনেক ফিচার আছে।তো অ্যাপটির নাম কি কি ভাবে কি করবেন চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

?প্রথমে playstore গিয়ে নিচের দেখানো অ্যাপটি ডাউনলোড করুন।ডাউনলোড করে ওপেন করুন।

?তারপর ওপেন করলে নিচের মত পেজ আসবে।সেখানে enter এ ক্লিক করেন।

?তারপর নিচের দেখানো মত অনেক ভিডিও আসবে।আপনি ভালো দেখে একটা সিলেক্ট করুন।মানে যে কেউ ফোন দিলে আপনার ফোনে যেটি শো করবে সেটি সিলেক্ট করুন।



?আমি একটি সিলেক্ট করে দেখাচ্ছি।আপনার যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করুন।

?সিলেক্ট করার পর কিছুক্ষন লোড নিবে তারপর ভিডিও টি ওপেন হবে।যদি আপনার ভালো লাগে এটি যদি ফোন দিলে এটি দেখাবে যদি করতে চান তাহলে apply it এ ক্লিক করেন।apply তে ক্লিক করলে permission চাবে।পারমিশন দিয়ে দিবেন।

?তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করে।নিচের গুলো চাইলে on করে দিতে পারেন।

কাজ শেষ এখন আপনার ফোনে কেউ কল দিলে যেটা সিলেক্ট করলেন সেটা দেখাবে।পোস্ট যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করিয়েন।ভূল হলে ক্ষমা করবেন।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ