♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন।আজকে কি টপিক নিয়ে আলোচনা করব।হ্যা আপনি আপনার ফোনের সাউন্ড দ্বিগুণ করতে পারবেন ছোট ১ এমবির একটি অ্যাপের মাধ্যমে।
অনেকের ফোন এ সাউন্ড অনেক কম।অডিও গান ভিডিও দেখে মজা পান না।সাউন্ড এর কারণে কারণ সাউন্ড অনেক কম।আসুন দেখে নেই কিভাবে মাত্র ১MB এর একটি অ্যাপ ব্যবহার করে সাউন্ড দ্বিগুণ করবেন।চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।
?প্রথমে playstore যান তারপর Speaker Boost নামে অ্যাপটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।
?তারপর অ্যাপটি ওপেন করলে ওপরে কয়েকটি পেজ আসবে সেখানে প্রথমে Yes এ ক্লিক করুন।
?তারপর next click:ok
?তারপর নিচের মত পেজ আসবে সেখানে নিচের মত পেজ আসবে।সেখানে সেটিংস এর আইকন বা নিচের দেখানোর জায়গায় ক্লিক করুন।
?তারপর নিচের দেখানো মত পেজ আসবে সেখানে আপনি Show volume control নামে ওপশনটা অপ থাকবে সেটা ওন করে দিন।
?তারপর একটি ভিডিও ওন করে শুনুন কি রকম সাউন্ড হয়।তারপর নোটিফিকেশন বার টা টেনে ওপরে ওই টা নিচের টার মত ছোট কমায় বাড়ায় দিন।
এখন দেখুন আপনার ফোনের সাউন্ড বেড়ে গেছে।টিক্সটি কাজ করলে একটা কমেন্ট করুন।না বুঝল কমেন্ট করুন।।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
♥♥♥আল্লাহ হাফেজ