Site icon Trickbd.com

ডায়েরি লেখার যন্য সুন্দর একটি এন্ড্রয়েড অ্যাপস “বেটার ডায়েরি” না দেখলে মিস করবেন।

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

দৈনন্দিন জীবনে মানুষ নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকে। অনেকে সেটা ডায়েরিতে তুলে রাখেন। এই চর্চা পরিকল্পিত জীবনযাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখন চাইলে স্মার্টফোনেই অনায়াসে ডায়েরি লেখা যায়। এর জন্য আছে নানা অ্যাপ্লিকেশন। তেমনি এক অ্যাপ্লিকেশন হল ‘বেটার ডায়েরি’।

Dairy For Android

এক নজরে অ্যাপ্লিকেশনটি ফিচার সমূহ-
১) অ্যাপ্লিকেশনটিতে রয়েছে তারিখ অনুযায়ী লেখার সুবিধা।

২) অ্যাপটিতে পছন্দমত থিম যুক্ত করা যাবে।

৩) কোনো লেখা শেয়ারিং করার জন্য রয়েছে বিশেষ ফিচার।

৪) চাইলে যে কোন লেখা লক করে রাখা যায়।

৫) অ্যাপটিতে রয়েছে টাইমলাইন ফিচার। এতে করে লেখা সহজে দেখা যাবে।

৬) অফলাইনে ব্যবহার করা যাবে। এর ক্লাউড সুবিধা উপভোগ করতে হলেইন্টারনেট সংযোগ লাগবে।

নিচের ঠিকানা থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

Dairy For Android

আরো নতুন নতুন টিপস পেতে এখানে ভিসিট করুন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।