আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন??? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম আরেক টি এপ যা অত্যন্ত কাজের। আশা করি পোস্ট টি একজনের হলেও কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আসল কথায় যাই।
→ আমরা প্রায় সবাই কম বেশ এফএম শুনি। বিশেষ করে ভূত এফএম এর ভক্ত একটু বেশিই। তো, ঢাকার বাইরে অনেক জায়গায় এই এফএম শোনা টা বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ ফ্রিকুয়েন্সি ভালো ভাবে পাওয়া যায় না। অনেক লাইফ প্রোগ্রাম আর শোনা হয়ে উঠে না। পরে হয়তো ডাউনলোড করে শোনা যায়, বাট লাইভ এর মজা কি আর পরে পাওয়া যায়। তো এর সমাধান নিয়ে আসলাম আজ।
প্রথমেই নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করে নিন।
Bangladesh Radio LITE apk 5mb+
।
এখানে পাচ্ছেন অনেক চ্যানেল। বাংলাদেশ এর প্রায় সব কয়টি চ্যানেল ই আছে এখানে।
।
আপনি আপনার কাঙ্খিত চ্যানেল এ ট্যাপ করুন ও পরে শুনতে থাকুন।
.
.
।
।Data Charge Applicable
এইভাবে শুনতে এমবি লাগবে।
.
.তো আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ
ফেইসবুক
gp *566*10# a mb mayad ke kora barabo???