আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন??? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম আরেক টি এপ যা অত্যন্ত কাজের। আশা করি পোস্ট টি একজনের হলেও কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আসল কথায় যাই।
→ এই এপটি দিয়ে আপনি, যেকোনো সময় যে কাউকে কল করতে পারবেন পূর্ব নির্ধারিত সময়ে। ধরুন আপনার কোনো কাছের মানুষ কে ভোর ৬ টায় জাগিয়ে দেওয়ার দায়িত্ব পরলো আপনার ঘাড়ে অথবা গফ বললো সকাল বেলা জাগিয়ে দিতে। ভোর ৬ টা তো তখন মাঝ রাত এর মত, ঘুম আর ঘুম। আরামের ঘুম মিস দিতে হবে যাস্ট একটা ফোন কল এর জন্য। কি দরকার??? নিয়ে নিন এর সমাধান। টাইম সিডিউল করে অটো কল দিন যে কোনো সময় যখন তখন…
প্রথমেই নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করে নিন।
Auto Call Schedule Apk ২.৯mb+
স্ক্রিনশট ফলো করুন..
প্রথমেই
তারপর
।নিচের স্ক্রিনশট এ মার্ক করা জায়গায় আপনার নাম্বার অথবা ফোন বুক থেকে নাম্বার সিলেক্ট করুন
আপনি চাইলে কল এর আগে এলার্ট হতে পারেন। মানে আপনাকে আস্ক করা হবে কল দিবেন কিনা। কতক্ষন পর কল কাটা হবে এইটা সিলেক্ট করুন।
তারপর স্ক্রিনশট এর মত ক্লিক করুন
এখানে আপনি আপনার দরকার মত দিন, সপ্তাহ, মিনিট, ও কত বার কল দিবেন টা সিলেক্ট করুন আর ওকে দিন। কাজ শেষ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।
.
.
.
.তো আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ
।
ফেইসবুক
সাপোর্ট টিমের কোনো খোঁজ নাই।
হায়রে কপাল